আজ ২৪ সেপ্টেম্বর সকাল ১০ টায় প্রশিকা চট্টগ্রাম সদরঘাট উন্নয়ন এলাকার অফিসে প্রশিকার দুইজন মৃত দলীয় সদস্যদের নমিনীকে প্রশিকার স য় নীতিমালা অনুযায়ী তাদের জমাকৃত স য়ের দ্বিগুণ মোট ১,২৭,৯১৬/-টাকার চেক প্রদান করা হয়। অপর একজন দলীয় সদস্য ৫০,০০০/-টাকা ঋণ গ্রহণকারী মৃত সদস্যের ঋণ মওকুফের পর তার সি ত অর্থ ১০,২৬৫ টাকার চেক তার নমিনীকে ফেরত দেওয়া হয়। মৃত সদস্যদের নমিনীদেরকে ক্ষতিপূরণের টাকার চেক প্রদান করেন প্রশিকার প্রধান নির্বাহী সিরাজুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন প্রশিকার উপ-পরিচালক সাহাদাত হোসেন, সহকারি পরিচালক অজয় মিত্র শংকু, বিভাগীয় ব্যবস্থাক মোসলেম উদ্দিন, প্রশিকা সদরঘাট এলাকা ব্যবস্থাপক ¯েœহজয় চৌধুরী টিটু, প্রশিকা ডবলমুরিং এলাকা ব্যবস্থাপক মিজ নাজিফা আক্তার এবং প্রশিকা সদরঘাটের সকল কর্মীবৃন্দ।