বান্দরবানের থানচির নাফাখুম পর্যটন স্পট দেখতে গিয়ে খালে ভেসে যাওয়া পর্যটকের মরদেহ উদ্ধার হয়েছে।জাকারুল ইসলাম কানন (৩৫) নামে ওই পর্যটকের মরদেহ রবিবার সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ ও বিজিবি সদস্যরা রেমাক্রী খাল থেকে উদ্ধার করে।জানা গেছে, শনিবার ১৩ জনের একটি দলের সাথে নাফাখুম বেড়াতে গিয়েছিলেন ঢাকার উত্তরার বাসিন্দা কানন। সেখানে রেমাক্রী খালে সাঁতার কাটতে গিয়ে দুপুর সাড়ে বারোটার দিকে তিনি ভেসে যান।
খবর পেয়ে বিজিবি ও পুলিশের সদস্যরা সারা দিন উদ্ধার অভিযান চালালেও সন্ধ্যা পর্যন্ত তাকে পাওয়া যায়নি। রবিবার সকালে আবারো সন্ধান চালিয়ে রেমাক্রী খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম মৃদুল বলেন, সাড়ে ১০টার দিকে কাননের মরদেহ উদ্ধার করা হয়েছে।