নির্বাচন কমিশনের প্রাথমিক হিসাবে এবার প্রতীক পাওয়া মোট প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮৪১ জনে। অর্থাৎ, প্রতি আসনে গড়ে প্রার্থী থাকছেন ছয়জনের বেশি। ঘোষিত তফসিল অনুযায়ী, ৩০ ডিসেম্বর সকাল আটটা থেকে বিকাল চারটা পযর্ন্ত ভোট চলবে। তার আগে ২৮ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত আচরণবিধি মেনে সব ধরনের প্রচার চালাতে পারবেন তারা।
২৮ নভেম্বর মনোনয়নপত্র জমার শেষ দিনে ৩০ হাজার ৬৫টি মনোনয়নপত্র জমা পড়ে। বাছাই ও প্রত্যাহার শেষে এক হাজারের বেশি প্রার্থী ঝরে পড়েন। নির্বাচন কমিশনে আপিল শুনানি এবং দলীয় প্রার্থীদের চূড়ান্ত তালিকা পাওয়ার পর সোমবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন রিটার্নিং কর্মকর্তারা।
বিএনপি ও সমমনাকে বর্জনের মধ্যে ২০১৪ সালের দশম সংসদ নির্বাচনে মাত্র ৫৪৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মাত্র ১২টি দল ওই নির্বাচনে অংশ নেয়, ১৫৩টি আসনে একক প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ইসির নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা জানিয়েছেন, এবার কোনো আসনেই একক প্রার্থী নেই। কুমিল্লা-৩ আসনে সবচেয়ে বেশি ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। আর কয়েকটি কেন্দ্রে সবচেয়ে কম তিনজন করে প্রার্থী আছেন। ২০০৮ সালে নবম সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন ১৫৬৭ জন। আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিসহ নিবন্ধিত দলগুলোর অংশগ্রহণ থাকায় এবার প্রতিদ্বন্দ্বীর সংখ্যা নবম সংসদকেও ছাড়িয়ে গেছে।
সারা দেশে এবার যে ১৮৪১ জনের প্রার্থিতা চূড়ান্ত হয়েছে, তাদের মধ্যে ১ হাজার ৭৪৫ জন বিভিন্ন দল মনোনীত প্রার্থী, আর ৯৬ জন স্বতন্ত্র।
প্রার্থীদের প্রতীক বরাদ্ধ করেছেন নির্বাচন কমিশন।
