বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা রাউজান পূর্ব গুজরা ইউনিয়নের আয়োজনে ১৮ অক্টোবর বিকালে ইমামে আহলে সুন্নাত চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ ইমাম আহমদ রেযা খান ফাযেলে বেরলভী (রহঃ) এর ১০২ তম ওরশ মোবারক, প্রতিনিধি সম্মেলন ও বার্ষিক কাউন্সিল পূর্বগুজরা যুবতারা সংঘ ক্লাব হলে ছাত্রনেতা মাওলানা শিহাব উদ্দিন সুলতানীর সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক ছাত্রনেতা হাফেজ মুহাম্মাদ হাসান ইমাম এর স ালনায় অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাউজান উপজেলা দক্ষিণ এর তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আলহাজ্ব মাওলানা আশেক বিন আব্দুল আজিজ।
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা রাউজান উপজেলা দক্ষিণ এর সাবেক সভাপতি জননেতা নাসির উদ্দীন মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব নুর মুহাম্মদ, আলহাজ্ব জাহাঙ্গীর আলম মেম্বার, মাওলানা ছাবের, যুবনেতা মুহাম্মদ আলী সওদাগর, মুহাম্মদ জাহেদুল ইসলাম, আন্জুমানে খোদ্দামুল মুসলেমিন আল-আইন ইউ এ ই শাখার অর্থ সম্পাদক মুহাম্মদ তালেব কাদেরী, নুর আলী, নুরুল আমিন, মাসুদ ইউসুফ। প্রধান বক্তা ছিলেন ছাত্রসেনা রাউজান উপজেলা দক্ষিণ শাখার সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা কাজী মুহাম্মদ কায়েস উদ্দীন। বক্তারা বলেন, মুসলিম উম্মাহর ঈমান-আক্বিদা সংরক্ষণ, ইসলাম বিদ্বেষী,
বিকৃতকারী ও কোরআন সুন্নাহর অপব্যাখাকারী-জঙ্গিবাদী ও উগ্রবাদী সম্প্রদায়ের স্বরূপ উন্মোচনে আ’লা হযরতের ক্ষুরধার লিখনী অগ্রণী ভূমিকা পালন করছে। আ’লা হযরতের দর্শন সর্বত্র প্রসারের মাধ্যমে বিশ্বব্যাপী চলমান ধর্মের নামে উগ্রবাদের রাশ টেনে ধরা সম্ভব। এতে সংগঠনের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাফেজ মুহাম্মাদ আবদুল কাদের, সাইফুল ইসলাম আদর, মুহাম্মদ আয়ুব কাদেরী, মুহাম্মদ আলী, আরফাত হায়দার, শওকত উসমান, শিহাব, সাদ্দাম হোসেন, আবু নাসের, মাসুদ, হাফেজ আজাদ, হাফেজ মামুন,
রিয়াদ, মুহাম্মদ আসিফ, মুহাম্মদ হেলাল, সাকিব, আকতার, ফয়সাল, রাকিব, তানজিম, তাসমিত, তারেক প্রমুখ। কাউন্সিলে সর্বসম্মতিতে মাওলানা শিহাব উদ্দিন সুলতানীকে সভাপতি, হাফেজ হাসান ইমামকে সাধারণ সম্পাদক, ইমতিয়াজ আহমদ রেজাকে সাংগঠনিক সম্পাদক, হাফেজ আবদুল কাদেরকে অর্থ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।