ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক বাংলাদেশ ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ড মাঠে গড়িয়েছে আজ মঙ্গলবার। এই রাউন্ডে চট্টগ্রামে মুখোমুখি হয়েছে ওয়ালটন সেন্ট্রাল জোন ও প্রাইম ব্যাংক সাউথ জোন। টস জিতেছেন প্রাইম ব্যাংকের আব্দুর রাজ্জাক। তিনি অবশ্য বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন। এ নিয়ে দ্বিতীয়বার মুখোমুখি হল দল দুটি। প্রথম দেখায় প্রাইম ব্যাংকে ৭৭ রানে হারিয়েছিল ওয়ালটন সেন্ট্রাল জোন। আগের তিন রাউন্ডের একটিতে জিতে ও ২টিতে ড্র করে ১৬.৮২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে ওয়ালটন সেন্ট্রাল জোন। সমান ম্যাচ থেকে ৬.৪৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে সাউথ জোন।
টস জিতে বোলিং করার সিদ্ধান্ত প্রাইম ব্যাংকের
