শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এর সাথে নব নির্বাচিত কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোং লিঃ (সিবিএ) এর নেতারা সৌজন্য সাক্ষাত করে তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
সম্প্রতি অনুষ্ঠিত কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড (সিবিএ) রেজিঃ ২৫৮৩ এর নির্বাচন ২০২০ এ, নব নির্বাচিত ‘হাসনু-আসলাম পরিষদ’ এর নেতৃবৃন্দ চট্টল বীর আলহাজ্ব এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সহধর্মিণী ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ চট্টগ্রাম মহানগর এর সংগ্রামী সভাপতি হাসিনা মহিউদ্দিন এর সাথে সৌজন্য সাক্ষাত করে তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
পরে নব নির্বাচিত কমিটির নেতারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ও বাংলাদেশ রেল মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি ও রাউজানের মাটি ও মানুষের প্রিয় নেতা সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর সাথেও সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় তারা নির্বাচিত প্যানেলকে অভিনন্দন জ্ঞাপন করে আহবান জানান যে, ভোটাররা আপনাদের দেয়া প্রতিশ্রুতি ও প্রত্যাশার উপর শতভাগ আস্থা রেখেছে। আপনাদেরকে স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করে নির্বাচিত করে যে পবিত্র দায়িত্ব দিয়েছে, অবশ্য আপনারা সে দায়িত্ব অত্যধিক সচেতন ও আন্তরিকতার সাথে পালন করে তাদের আস্থার প্রতিদান দিবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। এ সময় তারা যেকোন ধরণের সহযোগিতার জন্য নির্বাচিত প্যানেলের পাশে থাকার কথা বলেন।