মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের উপ পরিচালক মোঃ রাশেদুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনায় ১৫ জন গ্রেফতার।
বিগত (২২ ডিসেম্বর) মঙ্গলবার সকাল ১০.০০ ঘটিকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আলী হাসান। উক্ত অভিযানের সময় মোবাইল কোর্ট মামলায় ৮০০ গ্রাম গাজাসহ ১৫ জনকে গ্রেফতার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের উপ পরিচালক মোঃ রাশেদুজ্জামান এর তত্ত্বাবধানে নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আলী হাসান এর নেতৃত্বে চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের সকল সার্কেলর সমন্বয়ে মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা হয়। এতে ৮০০ গ্রাম গাজাসহ ১৫ জন মাদক সেবন কারীকে গ্রেফতার করেন। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রট জনাব মোঃ আলী হাসান ধৃত আসামীদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থ দন্ড প্রদান করেন।