ভোলা থেকে জেলা প্রতিনিধি মোঃ ছিদ্দিক- তৃতীয় বারের মত ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের জংশন বাজারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
গতকাল ( ২৩ ডিসেম্বর) বুধবার সন্ধ্যায় ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের জংশন বাজারে তৃতীয় বারের মত অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ২৪ টি দোকান পুড়ে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হয়েছে।
ভোলার ফায়ারসার্ভিসের একটি টিম ঘন্টার মত চেষ্টা চালিয়ে আগুণ নিয়ন্ত্রণ আনে। বাজার কমিটি সূত্রে জানা গেছে, বাজারের কালিমুল্লার কাপরের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে করে বাজারে অবস্থিত ইলিশা নৌ-থানার অফিসসহ মুদি, ওষুধ, হার্ডওয়্যার, তেল, হোটেল, কাঠের দোকানসহ বিভিন্ন রকমের ২৪ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ভোলা সদর থানার ওসি এনায়েত হোসেন, ডিবি পুলিশের ওসি শহিদুল ইসলাম, ভোলা ফায়ারসার্ভিস এর উপ পরিচালক জাকির হোসেন জানান, আমরা ৫টি ইউনিট এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই।