হাটহাজারীতে হাধুরখীল নবচেতনা যুব গোষ্ঠীর আয়োজনে নুর উদ্দিন চৌধুরী নিজামের স্বরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হযেছে।
সম্প্রতি হাটহাজারীর কাটির হাট হাধুরখীল নবচেতনা যুব গোষ্ঠী, আশির দশকের জামাত-শিবির বিরোধী আন্দোলন ও মজিব রণাঙ্গনের সূর্য সৈনিক, ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মরহুম নুর উদ্দিন চৌধুরী নিজামের স্মরণ সভা এবং দোয়া মাহফিল আযোজন করেছে। স্মরণ সভাটি অত্র এলাকার তাজবীদুল কুরআন হাফিজিয়া ভবনের হলরুমে অনুষ্ঠিত হয।
ক্লাবের সভাপতি সালাউদ্দিন মাহমুদ সোহেল চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মানিকের সঞ্চালনায় উক্ত অনুষ্টানে বক্তব্য রাখেন ক্লাবের সাবেক সহ সভাপতি মরহুমের বড় ভাই সেলিম উদ্দিন চৌধুরী। এতে আরো বক্তব্য রাখেন ব্যারিস্টার বদরুল আলম চৌধুরী, মাওলানা বশির আনোয়ারুল আজিম চৌধুরী, মুহিব্বুল্লাহ চৌধুরী, সৈয়দ শাহজাহান ইরফান চৌধুরি
বক্তাদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বখতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক ফারুক আহমেদ তালুকদার, ধলই ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আব্রাহা দুলাল, ধলই ইউপি চেয়ারম্যান আলমগীর জামান সি পি আই, সাবেক চেয়ারম্যান এম আবুল মনসুর, কর্নেল শওকত, ওসমান পিএসসি (অবঃ) প্রমুখ।
স্মরণ সভা শেষে মরহুমের রুহের আত্মার মাগফেরাত এর উদ্দেশ্যে দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়।