মোঃ ছিদ্দিক ভোলা প্রতিনিধি- ভোলা-২ আসনের জনপ্রিয় সাংসদ আলহাজ্ব আলী আজম মুকুল দৌলতখানে বিভিন্ন স্থানে দুস্থ – অসহায় শীতার্ত মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বরাদ্দ প্রাপ্ত কম্বল বিতরণ কালে এই কথা বলেন।
আজ (২৫ডিসেম্বর) শুক্রবার সন্ধায় ৬ টায় ভোলা ২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল এমপি পৌরসভার ৪,৫ ও ৬,নং ওয়ার্ডে ছিন্নমূল অসহায় দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। এ বিষয়ে সাংসদ আলী আজম মুকুল বলেন, চলতি শীত মৌসুমে দুস্থ অসহায় শীতার্ত মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রী তার ত্রান তহবিল থেকে কম্বল প্রদান করছেন। তিনি সকলের কাছে মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য দোয়া কামনা করেন, যাতে তিনি তার ভিশন বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে পারেন।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন দৌলতখান উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মনজুর আলম খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাওছার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম নবী নবু সহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।