মোঃ ছিদ্দিক ভোলা প্রতিনিধি: তোফায়েল আহমেদ বলেছেন, বঙ্গবন্ধু ছাড়া স্বাধীনতার স্বাদ বাঙালির কাছে অপূর্ণ।
তোফায়েল আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন,
বিগত ১০ জানুয়ারি রোববার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে তিনি এই সব কথা বলেন। তিনি বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বিজয়ের পরিপূর্ণতা লাভ করি আমরা।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ভোলা সরকারি স্কুল মাঠে জেলা আওয়ামী লীগের আয়োজনে এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসাবে বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় আরো বক্তব্য রাখেন- ভোলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক জহিরুল ইসলাম নকীব, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ।
আলোচনা সভা শেষে ভোলা সরকারি স্কুল মাঠ থেকে র্যালি বের হয়ে ভোলা শহর প্রদক্ষিণ করে। এ সময় ভোলা জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।