মোঃ ছিদ্দিক ভোলা প্রতিনিধি: ভোলার দৌলতখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে গৃহহীন ও ভূমিহীনদের জন্য নির্মিত হয়েছে ৪২ টি পাকা ঘর এবং প্রত্যেকের নামে ২ শতক করে খাস জমি বরাদ্দ দেওয়া হয়েছে। ইতোমধ্যে শেষ হয়েছে ঘর নির্মাণ। শনিবার ২৩ জানুয়ারি প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের অন্যান্য জেলার সঙ্গে একযোগে হস্তান্তর করা হয়েছে আশ্রয়ণ প্রকল্পের এসব ঘরের চাবি। ভোলার দৌলতখানে ৪২ টি ঘরের নির্মাণ কাজ শেষ করেছেন উপজেলা প্রশাসন। উপজেলার ৪২ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারের ভাগ্য বদলে হচ্ছে নতুন ঠিকানা। এসব পরিবারের জন্য সরকারি খাস জমিতে গৃহনির্মাণের কাজ সম্পন্ন করা হয়েছে। স্বপ্নের ঘর পেয়ে আনন্দ প্রকাশ করেছেন ভূমিহীন ও গৃহহীন পরিবার। প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স এর পর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাওছার হোসেনের সভাপতিত্বে পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন , অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) সুজিত হালদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতখান উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মঞ্জুর আলম খান।দৌলতখান থানার ওসি বজলার রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্যবৃন্দ , সরকারি কর্মকর্তা কর্মচারী সহ NBTV এর বরিশাল ব্যুরো প্রধান মোঃ ছিদ্দিক সহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন । এসময় উপকারভোগীগন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান এবং তার উত্তরোত্তর মোঙ্গল কামনা করেন।তারা আরো ধন্যাবাদ জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাওছার হোসেনকে। তারা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাওছার হোসেন সার্বক্ষনিক তদারকি করে ঘরের কাজ সম্পন্ন করেন।এছাড়াও উপস্থিত সকলে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ধন্যবাদ জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাওছার হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় দৌলতখানে উপজেলায় ৪২ টি ঘর বরাদ্দ পেয়েছি। জেলা প্রশাসকের সার্বিক দিক-নির্দেশনা অনুযায়ী ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য দিনরাত পরিশ্রম করে গৃহনির্মাণ কাজ শেষ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধনের মাধ্যমে উপকারভোগীদের মাঝে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে।