নুর মোহম্মদ-রাউজান থেকেঃ চট্টগ্রামের রাউজানে জলিলিয়া রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসার শুভ উদ্বোধন করেন দরবারে বেতাগী আস্তানা শরীফের সম্মানিত পীর সাহেব হযরত মাওলানা মোহাম্মদ গোলামুর রহমান আশরাফ শাহ্ (ম.জি.আ)।
বিগত (১৪-১৫ মার্চ) রবিবার ও সোমবার মহান অলীয়ে কামেল হযরত হাফেজ খাজা হাকীম শাহ মোহাম্মদ বজলুর রহমান মহাজেরে মক্কী (রহ:) এর প্রধান খলীফা গাজীয়ে দ্বীনে মিল্লাত হযরততুলহাজ্ব আল্লামা শায়খ হযরত ছৈয়দ মোহাম্মদ আব্দুল জলীল শাহ (রহ:) এর ৫৫ তম সালানা বার্ষিক ওরশ মোবারক অনুষ্ঠান সম্পন্ন হয়। উক্ত ওরশ শরীফ উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচির অংশ হিসাবে জলিলিয়া রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসার শুভ উদ্বোধন অনুষ্ঠান রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের কাগতিয়া গ্রামের মজিদাপাড়ায় সম্পন্ন হয়েছে।
উক্ত অনুষ্টানে কর্মসূচির মধ্য ছিল ১৪ মার্চ বাদে এশা না’তে রাসূল (সা.), ১৫ মার্চ খতমে কোরআন, খতমে তাহলিল, খতমে গাউছিয়া, খতমে খাজেগান, মিলাদ মাহফিল, আখেরী মোনাজাত ও তবরুক বিতরণ। এতে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দরবারে বেতাগী আস্তানা শরীফের সম্মানিত পীর সাহেব হযরত মাওলানা মোহাম্মদ গোলামুর রহমান আশরাফ শাহ্ (ম.জি.আ)। বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালটেন্ট (মেডিসিন) ডা. মো. মোক্তার হোসেন, চট্টগ্রাম জেলা পরিষদের সচিব মুহাম্মদ রবিউল হাসান। আনজুমানে জলিলীয়া রহমানিয়া বাংলাদেশের সভাপতি শাহজাদা ছৈয়দ মাওলানা সারোয়ার আজম এর সভাপতিত্বে ও মাওলনা নাইমুল ইসলাম কাদেরীর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, শাহাজাদা সৈয়দ মোহাম্মদ দিদারুল আজম, এডভোকেট মোহাম্মদ রেজাউল করিম বাবর, এডভোকেট মোহাম্মদ পেয়ারু, অধ্যাপক মোহাম্মদ গিয়াস উদ্দিন, মাওলানা আবদুল্লাহ আল ফারুক, লেখক নুর মোহাম্মদ, মাওলানা মোহাম্মদ বদর উদ্দিন, শিক্ষক মাওলানা আবদুল্লাহ রশিদী, শায়ের মোহাম্মদ তারেক রেজা কাদেরী, মোহাম্মদ ইলিয়াছ তালুকদার, মোহাম্মদ আহসান উল্লাহ, মোহাম্মদ শাহেদুল ইসলাম ও প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সবাইকে ধর্মীয় শিক্ষার প্রতি আন্তরিকভাবে গুরুত্বারোপ করতে হবে। ধর্মচর্চা, নবী-রাসুল, পীর আউলিয়ার পথে অটল ও নিবেদিত থাকতে পারলে আমাদের পরবর্তী প্রজন্ম সঠিক সত্য সুন্দরের আলোকিত ঠিকানা খুঁজে পাবে।