বিজেপিকে বিশ্বাস করবেন না, ওরা বিশ্বাসঘাতকের দল বলেছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে আযোজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি আজ (২৩ মার্চ) মঙ্গলবার পুরুলিয়া জেলার পারায় দলীয় সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন। তৃণমূল সভানেত্রী আরও বলেন, ‘বিজেপি পার্টিতে মেয়েদের কোনও সম্মান নেই। (খবরের কাগজে) বড় বড় এক পাতা করে বিজ্ঞাপন দিয়েছে (ইশতেহার) হ্যান করেঙ্গা, ত্যান করেঙ্গা! কী মিথ্যে স্বপ্ন দেখাচ্ছ? পনের লাখ টাকা করে সবার ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার কথা ছিল, তা কী দিয়েছ? সবার অ্যাকাউন্টে পনের লাখ টাকা করে পেয়েছেন মা-ভাই-বোনেরা? ওটাও যেমন মিথ্যে ভাঁওতা ছিল, এগুলোও (ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি) তেমন মিথ্যে ভাঁওতা। বিজেপিকে বিশ্বাস করবেন না। ওরা বিশ্বাসঘাতকের দল। ওরা মীরজাফরের দল। ওরা হচ্ছে গাদ্দারের দল, ওরা দানবদের দল, ওরা দস্যুদের দল, ওরা গরীব মানুষদের দল নয়।’
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দেখে আসুন (বিজেপিশাসিত) উত্তর প্রদেশে তপশিলি জাতি, তপশিলি-উপজাতি সম্প্রদায়ের মানুষদের উপরে কী অত্যাচার চলছে! সেখানে কোনও বিচার পায় না, মেয়েরা বিচার পায় না।’
বিজেপি সম্পর্কে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ওরা ঝাড়খণ্ডে হেরেছে, এখানেও হারবে। পুরোপুরি হারবে। তাই মনে রাখবেন ‘খেলা হবে’।
মমতা বলেন, ‘আজকে কাগজজুড়ে বিবৃতি দিয়ে বলতে হয়েছে আমরা চাকরি দেবো। ওরা চাকরি দেবে? যান বিজেপিশাসিত রাজ্য অসমের ইশতেহার নিয়ে আসুন, ত্রিপুরার ইশতেহার নিয়ে আসুন। চ্যালেঞ্জ করে বলছি। ওরা বলেছিল সব শিক্ষকদের স্থায়ী করে দেবে কিন্তু দশ হাজারকে ঘাড়ধাক্কা দিয়ে বের করে দিয়েছে! অসমে এনআরসি থেকে ১৪ লাখ বাঙালিকে বের দিয়েছে। ত্রিপুরায় পাঁচটা সরকারি সংস্থা বেসরকারি করে দিয়েছে!’
বিজেপিকে তিনি ‘মিথ্যেবাদীর দল’ বলে অভিহিত করে সবাইকে বিজেপি থেকে সাবধান হওয়ার আহ্বান জানিয়েছেন।#