একাকিত্ব
~মোঃ আবু মনসুর
সুখেরই পৃথিবী বেলা শেষে
একাকিত্বের মেঘে ঢেকে যায়
একাকিত্বই সবচে কাছের সঙ্গী
এ কাছের সঙ্গীকে দূরে রাখতে কতই না অভিনয়
কতই না তামাশা
কতই না রঙের
মোহে পড়ে কতই বারই তো
একাকিত্ব কে নির্বাসনে পাঠিয়েছি
মেয়াদ শেষে ফিরে এসেছে
বারংবার পরাজিত কাছের সঙ্গী
একাকিত্বের কাছে…