সুলতানুল আউলিয়া হযরত খাজা আশরাফ শাহ ( রহ:) এর বার্ষিক ওরশ শরীফ গত ১৩ রমজান ২৬ এপ্রিল ২০২১ সোমবার রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নর কদলপুর আশরাফিয়া দরবার শরীফে শাহজাদা আলহাজ্ব মাওলানা আবু তৈয়ব শাহ আশরাফী’ র সভাপতিত্বে সংক্ষিপ্ত পরিসরে অনুস্টিত হয়।
এতে কর্মসূচি ছিল খতমে কোরআন, খতমে খাজেগান, আলোচনা, মিলাদ, আখেরী মোনাজাত, ইফতার মাহফিল, তবরুক বিতরণ। উক্ত অনুস্টানে উপস্হিত ছিলেন মোহাম্মদ মহিউল উলুম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা নুরুল আজিম হেলালী, ইসলামিক ফাউন্ডেশন রাউজান উপজেলা শাখার প্রধান পরিদর্শক মাওলানা মোহাম্মদ হাসান মুরাদ, সৈয়দ রেজাউল করিম, মাওলানা মোহাম্মদ ইলিয়াছ, ব্যাংকার মোহাম্মদ আবদুস সাত্তার, মাওলানা মোহাম্মদ জাহেদ, সমাজসেবক জেবর মুল্লুক, ফ্রিল্যান্স সাংবাদিক নুর মোহাম্মদ, খায়েজ আহমদ নাছির, নায়েবে মোন্তাজেম নেওয়াজ উদ্দিন ফয়সাল, নায়েবে মোন্তাজেম আমানত উদ্দিন শাহ, মোহাম্মদ মঈন উদ্দিন প্রমুখ।