মোঃ ছিদ্দিক ভোলা প্রতিনিধি: ভোলার দৌলতখানে ডাকাতির প্রস্তুতিকালে তিনটি দেশীয় পিস্তল , দুটি রাম দা ও দুটি করাত সহ জলদস্যু জাহাঙ্গীর বাহিনীর প্রধান জাহাঙ্গীরসহ তিন জলদস্যুকে গ্রেপ্তার করেছে ভোলা কোস্টগার্ড দক্ষিণ জোন। সোমবার মধ্যমেঘনায় অবস্থিত উপজেলা চর মদনপুর এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর ওইদিন রাতে কোস্টগার্ড দক্ষিণ জোন তাদের দৌলতখান থানায় হস্তান্তর করেন। এ ঘটনায় মঙ্গলবার কোস্টগার্ড বাদী হয়ে দৌলতখান থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন। পুলিশ আসামিদের ভোলা কোট-হাজতে সোপর্দ করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ও দৌলতখান থানার উপ-পরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন প্রতিদিনের সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন, লক্ষীপুর জেলার কমলনগর উপজেলার চর জগবন্ধু গ্রামের আবদুল আউয়ালের ছেলে জাহাঙ্গীর বাহিনীর প্রধান জাহাঙ্গীর (৪৫), মৃত আনসার আলীর ছেলে নুরে আলম (৩৯) ও সামসুল হকের ছেলে আবদুর রহিম (৪৭)। জানা যায়, মধ্যমেঘনায় অবস্থিত দৌলতখান উপজেলার চর মদনপুর ইউনিয়নে একদল ডাকাত মেঘনা নদীতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে কোস্টগার্ড দক্ষিণ জোনের লেফটেন্যান্ট এসএম তাহসিন রহমান ফোর্স নিয়ে সেখানে অভিযান চালান। বিষয়টি টের পেয়ে জলদস্যু জাহাঙ্গীর বাহিনীর প্রধান জাহাঙ্গীর ও তার সঙ্গীরা কোস্টগার্ডকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। আত্মরক্ষার্থে কোস্টগার্ডও ১১ রাউন্ড পাল্টা গুলি চালায়। একপর্যায়ে ডাকাতরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে জাহাঙ্গীর বাহিনীর প্রধান জাহাঙ্গীর, তার দলের সদস্য নুরে আলম ও রহিমকে গ্রেপ্তার করে কোস্টগার্ড। এ সময় তাদের কাছ থেকে তিনটি দেশীয় পিস্তল, দুটি রাম দা ও দুটি করাত উদ্ধার করা হয়। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
দেশীয় অস্ত্রসহ ভোলায় ৩ ডাকাত গ্রেপ্তার।
