থাকবে মেয়েদের ফুটবলের পর এবার ক্রিকেটেও যুক্ত হলো ইউনিসেফ। ২০২০ পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তি হয়েছে। এই সময়ে জাতীয় দল, অনুর্ধ্ব-১৯ ও নারী ক্রিকেট দলের জার্সিতে থাকবে সংস্থাটির লোগো।মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এই চুক্তিতে স্বাক্ষর করেন বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী ও ইউনিসেফ বাংলাদেশ প্রতিনিধি এডওয়ার্ড বেগবেদার। ক্রিকেট বোর্ড বলছে ক্রিকেটের যে জনপ্রিয়তা রয়েছে ইউনিসেফের সঙ্গে যুক্ত হওয়ার মাধ্যমে তা আরও বেগবান হবে। ২০০৬ থেকেই জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে শিশুদের অধিকার নিয়ে কাজ করেছে ইউনিসেফ, এমনকি বিসিবির মাধ্যমে আইসিসির বিভিন্ন আয়োজনেও যুক্ত ছিলো তারা।
ইউনিসেফের লোগো এবার টাইগারদের জার্সিতে
