বুকের গভীরে হাহাকারের তীব্রতায়
তৃষ্ণার্ত বালুচরে মরুভূমি ধূ ধূ
মরুদ্যানের দেখা নেই দূর-দূরান্তরে কোথাও
খুঁজে ফেরে শূন্য দৃষ্টি শুধু !
ভালোবাসা কেঁদে ফেরে ভীষণ মায়ায়
একান্ত নিবিড় প্রার্থনা তোদের তরে,
আছিস তোরা হৃদয়ের প্রিয় বাঁধনে
জানা হলো আবারো নতুন করে।
প্রিয় বন্ধনগুলো
১৩/১২/১৮
বুকের গভীরে/…..শামীম ফাতেমা মুন্নী
