বাঁশখালী প্রতিনিধি
দেশব্যাপি কর্মসূচির আওতায় বাঁশখালী উপজেলায় ৮ আগস্ট রবিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব’র ৯১তম জন্মদিন পালিত হয়।
এ উপলক্ষে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ বাঁশখালী চট্টগ্রামের মাধ্যমে উপজেলার বিভিন্ন ইউনিয়নে অগ্নিকান্ড সহ দুর্যোগে ক্ষতিগ্রস্থ অসহায় ও নিম্মবিত্ত দরিদ্রদের মধ্যে গৃহনির্মাণের জন্য প্রতি পরিবার কে ২ ব্যান্ডেল হারে ডেউ টিন এবং প্রতি বান্ডেলের সাথে গৃহ নির্মাণ বাবদ ৩ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকার ও ২০ পরিবারকে ৪০ বান্ডেল ডেউটিন প্রদান শেষে এক আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি। উপজেলা কৃষি কর্মকর্তা আবু ছালের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী,বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিউল কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম মিয়াজি,উপজেলা প্রাণী সম্পাদ কর্মকর্তা সমরঞ্জন বড়ুয়া,বাঁশখালী উপজেলা যুবলীগের সভাপতি ও চেয়ারম্যান তাজুল ইসলাম, এডভোকেট তোফায়েল বিন হোসাইন, মুক্তিযোদ্ধা আহমদ সফা,মহিলা বিষয়ক কর্মকর্তা শাকেরা খাতুন,হামিদুল্লা হামিদসহ আওয়ামীলীগ, যুবলীগ,
ছাত্রলীগ,মহিলা আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন।