খিরামে চলছে অপটিক্যাল ফাইবার কেবল নেটওয়ার্ক সংযোগ স্থাপনের কাজ: জনগণের দোরগোড়ায় পৌঁছে যাবে উচ্চগতির ইন্টারনেট সুবিধা।
শাহনেওয়াজ নাজিম
••••••••••••••••••••••••
ফটিকছড়ির প্রত্যন্ত অঞ্চল খিরামে চলছে সরকারের কানেক্টেড বাংলাদেশ প্রকল্পের আওতায় অপটিক্যাল ফাইবার কেবল নেটওয়ার্ক সংযোগ স্থাপনের কাজ। লক্ষ্য উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সুবিধা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।
২৫ আগস্ট সকালে এই সংযোগ স্থাপনের কাজের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, এই প্রকল্পের সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার আসাদ-আল-হাসান, ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি মেহেদী হাসান, ইউপি সদস্য নাঈম উদ্দিন, আব্দুল শুক্কুর, রমজান আলী, সাবেকুন নাহার শিমুল, ইউপি সচিব মাহফুজ এলাহি, খোরশেদুল আলম, মাদ্রাসা শিক্ষক নাসির উদ্দিন, আওয়ামীলীগ নেতা সোলায়মান, আবু তাহের প্রমুখ।
উল্লেখ্য: দেশে বিটিসিএলের মাধ্যমে ১২০০, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এর ইনফো সরকার ৩ প্রকল্পের আওতায় ২৬০০ ইউনিয়ন ফাইবার অপটিক্যালের মাধ্যমে ইন্টারনেটে যুক্ত হয়েছে।
এছাড়া কানেক্টেড বাংলাদেশ প্রকল্পের আওতায় সুবিধা বঞ্চিত ৬১৭টি দূর্গম এলাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশনের কাজ চলছে। আশা করা যাচ্ছে ২০২১ সাল নাগাদ মূল অবকাঠামোগত উন্নয়নের কাজ শেষ হবে।