ইরাকে যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জাম ও অন্যান্য জিনিসপত্র বহনকারী কনভয়ে সিরিজ হামলা চালানো হয়েছে।
আজ (২৬ আগষ্ট) বৃহস্পতিবার বিকালে ইরাকের বিভিন্ন শহরে মার্কিন যুক্তরাষ্ট্রের ৭টি কনভয়ে সেনাবহর লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। হামলা চালানো যুক্তরাষ্ট্রের এসকল কনভয়ে মূলত প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম ও অন্যান্য জিনিসপত্র বহন করছিলো।
হামলার পর থেকে এখন পর্যন্ত কোন আহত বা নিহতের খবর পাওয়া যায়নি। তবে এই হামলাতে যুক্তরাষ্ট্রের বেশকিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।
এছাড়া আজকেও অজ্ঞাত স্থান থেকে ইরাকের বাগদাদে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাটি লক্ষ্য করে ২টি রকেট হামলা চালানো হয়েছে।