চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সদস্য কল্যাণ চক্রবর্তীর স্ত্রী বাপ্পী নাথ রাত্রির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সংগঠনের নেতৃবৃন্দ। এক শোকবার্তায় সিইউজে সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।
সোমবার সন্ধ্যায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সাংবাদিক কল্যাণ চক্রবর্তীর স্ত্রী বাপ্পী নাথ রাত্রি। ব্রেইন স্ট্রোকের পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
রাতে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার গ্রামের বাড়ীতে দুই পুত্র সন্তানের জননী বাপ্পী নাথ রাত্রির সৎকার সম্পন্ন করা হয়।