আগামী ০১ লা নভেম্বর ২০২১ রোজ সোমবার মাইজভান্ডার আমতলী ওয়াইজ কাজির বাড়ী বায়তুর রহমান মসজিদ পরিচালনা কমিটির উদ্দ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী ( সঃ) উদযাপন উপলক্ষে এক আজিমুশশান নুরানী মিলাদ মাহফিল অনুষ্টিত হবে।
বিশিষ্ট শিক্ষানুরাগী,নানুপুর আবু সোবহান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মাষ্টার শাহজাহান সাহেব এ সভাপতিত্বে এ মাহফিল উদ্ভোধক হিসাবে উপস্থিত থাকবেন ফটিকছড়ির রাঙ্গামাটিয়া মনিরুল উলুম দাখিল মাদ্রাসার সুপার, পীরে তরিকত হযরতুলহাজ্ব হাফেজ ক্বারী মুহাম্মদ ফখরুদ্দীন কাদের চৌধুরী মঃ জিঃআঃ
প্রধান অতিথি নানুপুর মজহারুল উলুম গাউছিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ, বিশিষ্ট ইসলামিক স্কলার,হযরতুলহাজ্ব অধ্যক্ষ মুসলেহ উদ্দীন মাদানী,মঃ জিঃ আঃ
প্রধান বক্তা আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ কেন্দ্রিয় মহাসচিব,আঞ্জুমানে নূরীয়া ট্রাষ্ট বাংলাদেশ র চেয়ারম্যান, পীরে তরিকত,খলিফায়ে আলা হযরত, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুলহাজ্ব আল্লামা আবুল কাশেম নূরী মঃ জিঃ আঃ।
বিশেষ অতিথি হিসিবে নানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা জনাব শফিউল আজম।সাবেক ছাত্রনেতা ও দুবাই বঙ্গবন্দ্বু পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারন সম্পাদক,কে এম জাহেদুল আলম জাহেদ।
এতে আরো গন্যমান্য বহু ওলামায়ে কেরাম গন উপস্থিত থাকবেন।
উক্ত মাহফিলে যথা সময়ে সবাই কে উপস্থিত হয়ে মাহফিলের সৌন্দর্যময় করার জন্য মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে অনুরোধ করছেন।