ঈদে মিলাদুন্নবী ( সা:) উদযাপন ও বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াঊল হক মাইজভান্ডারী ( ক:) এর ৩৩ তম বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে মাইজভান্ডারী গাঊছিয়া হক কমিটি বাংলাদেশ ওমান পানজা শাখার সভাপতি, সমাজসেবক মোহাম্মদ আবদুস সালাম এর ব্যবস্হাপনায় মিলাদ মাহফিল, ছেমা মাহফিল ও ফাতেহা শরীফ গত ২৫ অক্টোবর ২০২১ সোমবার রাউজান ঊপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের বদুমুন্সীপাড়ার আবদুল মজীদ সুকানির বাড়ীতে মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ এর সদস্য মোহাম্মদ খোরশেদ আলম এর সভাপতিত্বে এবং ইসলামিক ফাউন্ডেশন রাউজান উপজেলার পরিদর্শক মাওলানা মোহাম্মদ ইয়াছিন এর সঞ্চালনায় অনুস্টিত হয়।
এতে কর্মসূচি ছিল খতমে কোরআন, তাওয়াল্লেদে গাউছিয়া শরীফ, মিলাদ ও ছেমা মাহফিল।
উক্ত মাহফিলে প্রধান অতিথি ছিলেন শানে গাউছুল আজম মাইজভান্ডারী ফোরামের অর্থ সম্পাদক ও দরবারে আজিজিয়ার সাজ্জাদানশীন শাহজাদা সৈয়দ মাওলানা আবদুল্লাহ আল নোমান শাহ আল হাছানী আল মাইজভান্ডারী (ম: জি: আ:)।
বিশেষ অথিথী ছিলেন
ওমান প্রবাসী মাস্কেট মাথারা জামিউর রহমান মসজিদের সম্মানিত ইমাম মাওলানা মোহাম্মদ এনামুল হক আল কাদেরী সাহেব,
মাদ্রাসা এ গাউছুল আজম মাইজভান্ডারীর সাবেক ছাত্র বিশিস্ট শায়ের মুহাম্মদ মাসূদ পারভেছ।
এতে অতিথি ও অন্যান্যদের দের মধ্য আরো উপস্হিত ছিলেন সমাজসেবক মোহাম্মদ ইদ্রিস, মাওলানা নূর আহমদ মাইজভান্ডারী, মোহাম্মদ সোলেমান, সংগঠক ও লেখক নুর মোহাম্মদ, মোহাম্মদ সৈয়দ, সংগঠক মোহাম্মদ তানভীর আকবর চৌধুরী, মাওলানা মোহাম্মদ আমীর হোসেন, মোহাম্মদ রায়হান উদ্দিন, সমাজসেবক মোহাম্মদ জহির আহমদ, মোহাম্মদ আবদুল জব্বার, মোহাম্মদ আজম, সমাজসেবক মোহাম্মদ মফিজ উদ্দিন, নুরুল আবছার, আবুল কালাম, মোহাম্মদ আলী, মোহাম্মদ আবু বক্কর, মোহাম্মদ পারভেছ, মোহাম্মদ ইব্রাহিম, লোকমান হোসেন, সাইফুল ইসলাম, আবদুস শুক্কুর,
মোহাম্মদ আসিফ, মোহাম্মদ বাদশা, মোহাম্মদ হারুন , ইকবাল হোসেন সাগর, মোহাম্মদ মাহিন,
মোহাম্মদ হোসেন, মোহাম্মদ এরফান হোসেন, মোহাম্মদ আরিফ প্রমুখ।
অনুস্টানে ছেমা মাহফিল ও মাইজভান্ডারী কালাম পরিবেশন করেন মোহাম্মদ জানে আলম ও মোহাম্মদ আরমান কাওয়াল।
মাহফিলে বক্তারা বলেন, নবী – রাসূল, সাহাবায়ে কেরাম, অলি আউলিয়ার মাধ্মমে আল্লাহতায়ালার একত্ববাদ ও ধর্মের বাণী প্রচার, প্রসারিত হয়েছে। ধর্মীয় ও ত্বরীকতের বিভিন্ন আচার – অনুস্টান পালনের দ্বারা সকলে আল্লাহ – রাসূলের সন্তুস্টি অর্জনের জন্যই সদা নিবেদিত থাকেন।
পাশাপাশি ত্বরিকত পন্হীদের ভিতর ও সদা পারস্পরিক সম্প্রীতি সহযোগীতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত রাখতে হবে।