মহান বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধ লীগ চট্টগ্রাম মহানগরের উদ্যেগে নগরীর নন্দনকানস্থ পুলিশ প্লাজার সামনে সংগঠনের সভাপতি মোঃ সেলিম হোসেন চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আবু মনসুরের সঞ্চালনায় এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন প্রবীণ আওয়ামীলীগ নেতা মোঃ আবু শামা, সংগঠনের সহ সভাপতি মানিক হাওলাদার,যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন শাহ, ফারুক শিকদার,সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব নুরুল হাশেম, রুদ্র সরকার জয়,মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ইয়াছিন মোল্লা,সহ দপ্তর সম্পাদক অর্ণব দাশ প্রমুখ।
সভায় বক্তারা মহান বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা তুলে ধরে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ একাত্তরের বীর শহিদদের যাদের আত্ম ত্যাগের বিনিময়ে বাংলাদেশ সৃষ্টি হয়েছে তাঁদের কৃতজ্ঞ চিত্তে স্মরন করা হয়।আলোচনা সভা শেষে কেন্দ্রীয় শহিদ মিনারে ফুলেল শ্রদ্ধান্জলী নিবেদন করা হয়।