১১ ফেব্রুয়ারি বিকেল পাঁচটায় চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন চট্টগ্রাম প্রেসক্লাবের সুলতান আহমেদ হলে আছমা আক্তারকে হত্যার সাথে জড়িতদের ফাঁসির দাবিতে সংবাদ সম্মেলন করেন নিহতের পরিবার।লিখিত বক্তব্য পাঠ করেন* নিহতের ছোট বোন আঁখি আক্তার, এ সময় উপস্থিত ছিলেন:-নিহতের মা মনোয়ারা বেগম,নিহতের ভাই মোঃ শাহাদাত হোসেন, নিহতের পিতা মোঃ আবুল হোসেন, নিহত প্রমূখ।
লিখিত বক্তব্যে জানায়, শরীয়তপুর জেলার পালং থানাধীন ধনুকা গ্রামের গৃহবধূ আসমা আক্তারকে বিয়ের পর থেকে বিভিন্নভাবে শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের দাবিতে নির্যাতন করতো। নির্যাতনের সাথে আসমা আক্তার এর স্বামী ঘাতক নাসির, শশুর ইদ্রিস সওদাগর ও শাশুড়ি সুফিয়া বেগম প্রত্যক্ষভাবে জড়িত। গত ১৭-১০-২০২১খ্রিঃ আসমা আক্তার এর শ্বশুর বাড়ির সদস্যরা তাকে হত্যা করে গলায় দড়ি লাগিয়ে ঝুলিয়ে রাখে। এবং আত্মহত্যা বলে চালিয়ে দিতে চেষ্টা করে, হত্যার সাথে জড়িত আসমা আক্তার এর স্বামী ঘাতক নাসির, শশুর ইদ্রিস সওদাগর ও শাশুড়ি সুফিয়া বেগমের ফাঁসির দাবি জানান। নিহতের পরিবার চট্টগ্রাম বসবাস করে এবং চট্টগ্রামেও আক্তারের বিয়ে হয়েছিল। তার পরিবার থেকে যৌতুকের দাবিতে আসমা আক্তারকে মারধর করা হয়, এ ব্যাপারে চট্টগ্রামের সদরঘাট থানায় একটি নারী ও শিশু নির্যাতনে মামলা করা হয়েছিল। অভি পক্ষের মধ্যে আপোষ নামা করে স্বামীর সাথে আসমা আক্তার শরীয়ত পুর শ্বশুরবাড়ি চলে গেলে ওখানে যৌতুকের জন্য বিভিন্ন নির্যাতন করা হয়। নির্যাতন একপর্যায়ে তাকে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছিল। নিহতের পরিবার দাবি করেন সুরতহাল রিপোর্ট ও ময়না তদন্তে এটা হত্যাকাণ্ড বলে প্রমাণিত হয়েছে। পরিবার পক্ষ থেকে চট্টগ্রামে একটি হত্যা মামলা দায়ের করার উদ্যোগ নেওয়া হয়েছে যেহেতু নারী ও শিশু নির্যাতন দমন একটি মামলা হয়েছিল ওই মামলা প্রক্রিয়াধীন করে একটি হত্যা মামলা করার জন্য তারা চেষ্টা চালাচ্ছে।
আছমা আক্তারকে হত্যার সাথে জড়িতদের ফাঁসির দাবিতে সংবাদ সম্মেলন
