- লেখক : কবি মোঃ ছিদ্দিক
সবুজে ভরা বনানী বাংলা
ওগো মোর জন্মভূমি দৌলতখান,
তোমারই বুকে জন্ম হয়ে
ধন্য হয়েছি যে আমি।
পাখিদের মধুর মিষ্টি গানে
উদিত রাঙা রবি,
মুগ্ধ করে হৃদয়টা আমার
এই বাংলার ছবি,
জালের মত ছড়ানো নদী
সবুজে ভরা সমাহার,
চোখ জুড়ানো রূপ তোমার
সৃষ্টি কর্তার উপহার।
পাল উড়িয়ে নৌকা চলায়
মেঘনা নদীর বুকে,
জাল ভর্তি ইলিশ দেখিয়া
মিষ্টি হাসি মুখে।
প্রখর রোদে ক্লান্ত হইয়া
বসি বটের ছায়ায়,
শিতল হাওয়া এসে তখন
এ হৃদয়েটা জুড়ায়।
তোমার রূপে মুগ্ধ হয়েছি
কি দিব রূপের বর্ণনা।