বাকলিয়া কালামিয়া বাজার এলাকার মালাই ফুডকে ৪ লক্ষ টাকা জরিমানা।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার (৭ এপ্রিল)নগরীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এর নেতৃত্বে অস্বাস্থ্যকর, নোংরা ও দুর্গন্ধময় পরিবেশে মিষ্টান্ন ও বেকারী পণ্য উৎপাদন করা এবং কর্মরত কর্মীদের স্বাস্থ্য সনদ না থাকায় বাকলিয়া থানাধীন কালামিয়া বাজার এলাকায় মালাই ফুডকে ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়। একই অভিযানে চান্দগাঁও থানাধীন খাজা রোডের চৌধুরী স্কুল সংলগ্ন ফেমাস নামক একটি ভেজাল ঘি তৈরী কারখানা সীল গালা করে বন্ধ করে দেওয়া হয়। এরপর কালামিয়া বাজারে নিত্যপণ্যের বাজারদর তদারকি ও মূল্য তালিকা যাচাই করা হয় এবং বিভিন্ন দোকান থেকে নগরীতে নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ জব্দ করা হয়।
অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন।