কবি মোঃ ছিদ্দিক-ছোট্ট বেলা এমন একটি শব্দ যার নাম শুনলে প্রকৃতির কথা মনে পড়ে। মনে পড়ে সেই আকা বাকা মাটির পথ। সেই গাছে উঠে আম পাড়ার কথা। আরো মনে পড়ে উপজেলার পুকুর থেকে মাছ চুরি করার কথা। আরো কত কিছু মনে পড়ে। সেই মাঠে প্রান্তরে বন্ধুদের সাথে ঘুরে বেড়ানোর কথা। কতোইনা আমরা মজা করে ছিলাম। হায়রে এখন সেই দিন গুলি কোথায় যেন হারিয়ে গেল। কোথায় যেন চলেগেল সেই ছোট্ট বেলার কাহীনি। ছোট বেলায় কতই না মজা ছিল। এখন সেই মজা কোথায় যেন লুকিয়ে গেছে। চলেগেছে অনেক দূরে। পেলে রেখেগেছে শুধু স্মৃতি গুলি। যখন যে দিকে যেতে মনে ইচ্ছা হত সেখানে চলে যেতাম। বন্ধুদের সাথে কত খেলা খেলেছি। কত মারামারি করেছি আবার তাদের সাথে বন্ধুত্ব করে নিয়েছি। কত সুন্দর ছিল আমাদের সেই ছোট বেলা। যখন দাদুর কাছে যেতাম দাদু গল্প শুনাতো। কত রকমের গল্প বলে শেষ করতে পারবনা এত গল্প দাদু শিখেছে কোথাথেকে তাও জানিনা। কিভাবে যে দাদু এত গল্প শিখেছে। দাদুকে জিজ্ঞেস করলে দাদু বলত জানিনা কিভাবে না কিভাবে শিখে পেলেছি। এখন দাদুকেও অনেক miss করছি আর miss করছি সেই ছোট্ট বেলাকে। মন চায় যেন আবার সেই ছোট বেলায় পিরে যাই। যে সময় সবাই আমাদের আদর করত। কেউ আমাদের হিংসার চোখে দেখতনা। মন চায় সারাদিন সেই গ্রামের পথ ধরে হাটতে। মনের ভিতর যত কষ্ট আছে সব মুছে পেলতে।।
জীবনে আর ফিরে পাবো না সেই ছোট্ট বেলা।।