রিকন্ডিশন্ড গাড়ী ব্যবসায়ীদের স্বার্থ এবং পেশা সুরক্ষায় নিবেদিত সম্মিলিত পরিষদের উদ্যোগে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
আজ ১৩ এপ্রিল (বুধবার) চিটাগাং ক্লাব মিলনায়তনে উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন রিকন্ডিশন্ড গাড়ী ব্যবসায়ীদের স্বার্থ এবং পেশা সুরক্ষায় নিবেদিত সম্মিলিত পরিষদের আহবায়ক মো: হাবিব উল্লাহ ডন, চেয়ারম্যান আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, এন.এ.সি মেমোরিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো: জাবেদ আবছার চৌধুরী, নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী রিয়াজ রহমানসহ নগরীর ব্যবসায়ী নেতৃবৃন্দ, রাজনীতিবিদ, প্রশাসনিক কর্মকর্তা, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের উপস্থিতিতে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ইফতার
মাহফিল সম্পন্ন হয়েছে।
সম্মিলিত পরিষদের আহবায়ক মো: হাবিব উল্লাহ ডন বলেন, পবিত্র কোরআন নাযিলের এই মাসে বেশি বেশি ইবাদতের মাধ্যমে মানুষ আত্মশুদ্ধি অর্জন করতে পারেন। সিয়াম সাধনার এই মাসে রোজাদারদের প্রতি আল্লাহ তা’য়ালা অশেষ রহমত ও বরকত দান করেন।
এন.এ.সি মেমোরিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো: জাবেদ আবছার চৌধুরী বলেন, সারাদিন উপবাস থাকার ফলে শরীর ও আত্মাকে নিয়ন্ত্রণ করা সহজ হয় এবং পাশবিকতার প্রাবল্য হ্রাস পায়। মনুষ্যত্ব জাগ্রত হয়, অন্তর বিগলিত হয় মহান প্রভুর কৃতজ্ঞতায়। মাহে রমজান হলো মানবিক কল্যাণবোধে উজ্জীবিত হওয়ার এক রাজপথ।
চেয়ারম্যান আলহাজ্ব মোস্তাফিজুর রহমান বলেন, রোজাদার সারাদিন উপবাস থাকে বলে অভাবী, অন্নহীন এবং দরিদ্র মানুষের কষ্ট বুঝতে পারে। ফলে গরিবদের প্রতি সহানুভুতি সৃষ্টি হয়। যাকাত ও সদকাতুল ফিতর পরিশোধের মাধ্যমে যেমন দ্বীনি দায়িত্ব পালন করা হয় তেমনি দরিদ্র জনগোষ্ঠীর দারিদ্র্য লাঘবে এই যাকাত যথেষ্ট গুরুত্বপূণ ভূমিকা রাখে।
নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী রিয়াজ রহমান বলেন, রমজানে যেখানে ব্যবসায়ীদের উদার হওয়ার কথা, পণ্যমূল্য কমিয়ে রাখার কথা, সেখানে অনেকেই বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে, যা শুধু ইসলামি শরীয়তের দৃষ্টিতেই অনৈতিক নয় প্রচলিত আইনেও অপরাধ। অসাধু ব্যবসায়ী আর এসব কালোবাজারিদের ব্যাপারে রাসুল সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে এরশাদ করেছেন, ‘যে ব্যক্তি মূল্যবৃদ্ধির অসদুদ্দেশ্যে মুসলমানদের লেনদেনে হস্তক্ষেপ করে, কেয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামীন তাকে আগুনের পাহাড়ে উঠিয়ে শাস্তি দেবেন।’