মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ নোয়াপাড়া কচুখাইন শাখার সদস্য বাবু সঞ্জীব বড়ুয়ার মাতা দীপালি বড়ুয়া ( ৮৫) গত ২৫ এপ্রিল দিবাগত রাত ৩-৩০ মিনিটি পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তিনি দুই ভাই, দুই বোন, আত্মীয়- স্বজন সহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। সেদিন পূর্বগুজরার হোয়ারাপাড়ায় দুপুর ২ টা হতে ৫ টার ভিতর তাহার অন্তস্টিক্রিয়া সম্পন্ন হয়। তাহার ইন্তেকাল শোক ও সমবেদনা প্রকাশ করছেন সমাজসেবক এম এ কাইয়ুম সুজা, মাওলানা নওশাদুল হক, লেখক নুর মোহাম্মদ, সাংবাদিক মিলন বড়ুয়া,সাংবাদিক ও সংগঠক গোলাম সারোয়ার, চট্রবাংলা টিভির অঞ্জন দাশ, সমাজসেবক আবদুস শুক্কুর সওদাগর, সৈয়দ মোহাম্মদ কামাল উদ্দিন, সমাজসেবক জহির আহমদ, খায়েজ আহমদ নাছির, সাংবাদিক যীশু সেন, সাংবাদিক নয়ন বড়ুয়া প্রমুখ।
হোয়ারাপাড়ায় দীপালি বড়ুয়ার পরলোগমন।
