চট্টগ্রাম জেলার বোয়ালখালীর
ঐতিহ্যবাহী আহলা দরবার শরীফের আধ্যাত্বিক শরাফতের প্রতিষ্ঠাতা পুরুষ কুতুবুল ইরশাদ, কুতুবে জামান হাযত রওয়া,মুশকিল কোশা, , হযরত শাহসুফী মাওলানা জনাব কাজী আছাদ আলী ছাহেব কেবলা (কঃ) এর মহান পবিত্র বেছাল বার্ষিক ওরশ শরীফ আহলা দরবার শরীফে তরিকতে মাওলা গ্রুপ বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদ এর ব্যবস্হাপনায় আগামী ২৯ বৈশাখ ১২ মে রোজ বৃহস্পতিবার মহাসমারোহে দরবার প্রাংগনে অনুষ্ঠিত হবে।
উক্ত মহতি ওরশ মাহফিলে ছদারত ও আখেরী মোনাজাত পরিচালনা করবেন আহলা দরবার শরীফ এর বর্তমান সাজ্জাদানশীন
পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত হযরত শাহসুফি আলহাজ্ব সৈয়্যদ মুহাম্মদ এমদাদুল ইসলাম আল মাইজভান্ডারী ছাহেব কেবলা (মঃজিঃআ)
উক্ত অনুস্টানে সার্বিক তত্বাবধানে থাকবেন
আহলা দরবার শরীফ এর নায়েবে সাজ্জাদানশীন শাহাজাদা আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ মাঈনুল ইসলাম জুনায়েদ ছাহেব আল মাইজভান্ডারী।
উক্ত ওরশ শরীফ,ভক্ত-আশেকানদের প্রতি তরিকতে মাওলা গ্রুপ বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদ কতৃক যে সকল নির্দেশনা রয়েছে তা মেনে চলুন, মিলন মেলায় দেশ-বিদেশের সকল ভক্ত আশেকগন হাজির হয়ে মহান মুর্শীদ জনাব কেবলা (কঃ) এর রূহানী ফয়েজ হাসিল করার জন্য অনুরোধ জানানো হয়েছে।