ঈদুল ফিতর উপলক্ষে মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ নোয়াপাড়া কচুখাইন ( প্রস্তাবিত) শাখা’র ব্যবস্হাপনায় ঈদ পূনর্মিলণী ও তাওয়াল্লেদে গাউছিয়া, মাহফিল ও ফাতেহা শরীফ সংগঠনের সভাপতি মোহাম্মদ আবদুস শুক্কুর সওদাগর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জহির আহমদ এর সঞ্চালনায় তাহার হাজী চান মিয়া সওদাগরের বাড়ীস্হ বাসভবনে রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পূর্ব কচুখাইন গ্রামে গত ১০ মে ২০২২ মঙ্গলবার অনুস্টিত হয়।
অনুস্টানে অতিঘী ছিলেন মাদ্রাসা এ গাউছুল আজম মাইজভান্ডারীর কৃতি শিক্ষার্থী শায়ের মাওলানা মোহাম্মদ মাসূদ পারভেজ, সমাজসেবক নূর আহমদ মাইজভান্ডারী, মুহাম্মদীয়া দরবার শরীফের শাহজাদা মোহাম্মদ হাসান, কচুখাইন শাহী দরবারের শাহজাদা মোহাম্মদ ছালেহ আহমদ।
এতে অন্যান্যদের মাঝে আরো উপস্হিত ছিলেন বিশ্ববন্ধনের ব্যবস্হাপনা সম্পাদক নুর মোহাম্মদ, মোহাম্মদ আবু বক্কর, হাফেজ মোহাম্মদ শাহাদাৎ, মোহাম্মদ শফি,সমাজসেবক মোহাম্মদ মফিজ উদ্দিন, মোহাম্মদ নুরুল আবছার, মোহাম্মদ কামাল উদ্দিন, গিয়াস উদ্দিন নয়ন, রফিকুল ইসলাম, মোহাম্মদ জামাল উদ্দিন, মোহাম্মদ বাদল, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ নেজাম উদ্দিন, মোহাম্মদ মনসুর, মোহাম্মদ খোরশেদ, মোহাম্মদ মোরশেদ, মোহাম্মদ আকতার, বেলাল হোসেন, মোহাম্মদ সোলেমান প্রমুখ।
অনুস্টানে বক্তারা বলেন, ঈদ সহ নানান ধর্মীয়,সামাজিক, পারিবারি আচার অনুস্টানের দ্বারা ভ্রাতুত্বের বন্ধন ও পরস্পর সম্প্রীতির পরিবেশ সৃস্টি হয়। আর ত্বরিকত চর্চার ফলে মানুষ নিজেকে পরিশুদ্ব করার মাধ্বমে আল্লাহ – রাসূল (সা:) নীতি, আদর্শে নিজেকে সদা নিবেদিত রাখতে পারে।