বৃহত্তর চট্টগ্রামের সব শ্রেণীর পাঠকের আস্থা-ভালবাসায় সিক্ত হয়ে আরও একটি বছর পেরিয়ে গেল দৈনিক পূর্বদেশ। ছয়টি বছর বা অর্ধযুগ পেরিয়ে আজ ৭ বছরে পদার্পণ করেছে পাঠকপ্রিয় এ পত্রিকাটি। পূর্বদেশ’র এ পথচলায়- এগিয়ে চলায় গত ছয়টি বছরে যাদের ভালবাসা ও সহযোগিতা আমাদের কাছে প্রেরণা হিসেবে ছিল- আজকের দিনে সেই সম্মানিত শুভানুধ্যায়ীদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
চারদিকে এখন নির্বাচনী আমেজ। জাতীয় নির্বাচনে প্রার্থীদের প্রচার-প্রচারণায় শহর থেকে গ্রাম পর্যন্ত উৎসবমুখর হওয়ার এমন সময়ে দৈনিক পূর্বদেশ’র প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের কাছে আরও উৎসাহব্যঞ্জক এবং বর্ণিল হয়ে উঠেছে।
বস্তুনিষ্ঠ খবর, সঠিক তথ্য আর সত্য প্রকাশের দৃপ্ত শপথে ১২.১২.১২- তে আমাদের পথচলা শুরু হয়েছিল। বিগত সময়গুলো আমরা সেই লক্ষে অবিচল থেকে এ অঞ্চল এবং সমাজের সর্বস্থরের মানুষের কথা বলেছি- সব সত্য ও সুন্দরকে তুলে ধরেছি, অনিয়ম-অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছি দৃঢ়ভাবেই। আমরা সেই পথেই এগিয়ে চলেছি। আমাদের এই দৃঢ়তা অব্যাহত রাখতে বদ্ধপরিকর।
সময়ের পরিবর্তনের সাথে সাথে প্রযুক্তির ক্ষেত্রে যেমন বিপ্লব ঘটছে তেমনি মানুষের রুচিবোধ-চাহিদাও বদলে যাচ্ছে প্রতিনিয়ত। মানুষ এখন যে কোন সেবা ও পণ্য গ্রহণের ক্ষেত্রে প্রথমেই সেটির মান যাচাই করছে। মানসম্মত কি-না তা দেখেই মানুষ সেবা গ্রহণ করছে। সংবাদপত্রও মানুষের আত্মিক চাহিদার সেবা। এ কারণে মানুষ এখন পত্রিকাটি হাতে নেওয়ার আগে বেশ কয়েকটি বিষয় বিবেচনায় নিয়ে থাকে। এক. পত্রিকাটির সংবাদ পরিবেশন পরিচ্ছন্ন কি-না। দুই. পত্রিকাটির সংবাদে বৈচিত্র আছে কি-না। তিন. প্রকাশিত সংবাদগুলোর সত্যতা বা বিশ্বাসযোগ্যতা কতটুকু। পূর্বদেশ এই তিন ধরনের চাহিদাকেই গুরুত্ব দিয়ে থাকে৷ এ কারণেই পত্রিকাটি এখন জনপ্রিয়তায় সবাইকে ছাড়িয়ে যাচ্ছে দিনকে দিন।
অনলাইন গণমাধ্যম আর সামাজিক যোগাযোগ মাধ্যমের আবির্ভাবের কারণে বর্তমান সময়ে প্রিন্ট মিডিয়ার জন্য সত্যিকারের একটি চ্যালেঞ্জ সামনে এসে দাঁড়িয়েছে। নানা ধরণের ভুল আর বিভ্রান্তির এই সময়ে বস্তুনিষ্ঠতা নিশ্চিত করা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের। কেননা, অনলাইন গণমাধ্যমে সংবাদ প্রত্যাহারের সুযোগ থাকলেও প্রিন্ট মিডিয়ায় সে সুযোগ নেই। সে কারণে প্রকাশের আগে তথ্যগুলো সম্পর্কে শতভাগ নিশ্চিত হওয়ার বিষয়টি এখন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের কাছে বিশাল বড় চ্যালেঞ্জ। আমরা সে চ্যালেঞ্জ গ্রহণ করে, সংবাদের বস্তুনিষ্ঠতা রক্ষায় সদা সর্বদা সচেষ্ট।
সংবাদপত্র সমাজের দর্পণ। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সংবাদপত্রকে বিবেচনা করা হয়। সংবাদ প্রকাশের ক্ষেত্রে তাই ‘দৈনিক পূর্বদেশ’ সমাজ ও রাষ্ট্রের ইতিবাচক দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন ঘটাতে চায়। ‘দৈনিক পূর্বদেশ’ আঞ্চলিক পত্রিকা হিসেবে বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের ধর্ম-বর্ণ-নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষকে সমান গুরুত্ব দিয়ে থাকে।
এ বছরে আত্মশক্তিতে বলীয়ান হয়ে আমরা প্রিয় নগরী চট্টগ্রাম এর বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের স্বার্থে, দেশ ও মানুষের পক্ষে নিষ্ঠার সাথে কাজ করতে চাই।
প্রিয় পাঠক,আপনাদের সু-চিন্তিত মতামত ও সুপরামর্শ আমাদের কাম্য। এ পথে এগিয়ে চলার শক্তি আপনারাই। আপনাদের ভালোবাসা, পাশে থাকা দৈনিক পূর্বদেশকে আরো সমৃদ্ধ করবে। অর্ধযুগ পেরিয়ে আজ নতুন দিনে সবার প্রতি রইল শুভেচ্ছা ও অবারিত ভালোবাসা।
মুজিবুর রহমান,
সম্পাদক, দৈনিক পূর্বদেশ।
পাঠকের অবারিত ভালোবাসায় অর্ধযুগ পেরিয়ে পূর্বদেশ।
