মুকারদিঘীর পাড়ায় মোছাম্মৎ ছেনোয়ারা বেগম এর ইন্তেকাল।
নোয়াপাড়া মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন কৃতি ছাত্র মোহাম্মদ এনাম এর মাতা মোছাম্মৎ ছেনোয়ারা বেগম ( ৬৬) গত ১৬ মে, ২০২২
সোমবার রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের মুকারদিঘীর পাড়ার নিজ বাসভবনে দুপুর ২ টায় ইন্তেকাল করেছেন ( ইন্না – রাজেউন)
মৃত্যুকালে তিনি ২ ছেলে , ৩ মেয়ে, আত্মীয়স্বজন ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
সে তারিখ রাত ৯- ১৫ মিনিটে মূকারদিঘীর পাড়স্হ জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমার নামাজে জানাজা অনুস্টিত হয়।
তাহার ইন্তেকাল শোক ও সমবেদনা প্রকাশ করছেন আগ্রাবাদ মা শিশু হাসপাতালের সহকারী অধ্াপক শিশু স্বাস্থ্য ডা: কামাল হোসেন জুয়েল, সমাজসেবক ডা: হারুনুর রশীদ, সংগঠক এস এম আবুল ফজল, স্বাস্থ্যকর্মী নূরজাজান শেলী, মাওলানা আমির হোসেন, মুহিবুল আলম, মোহাম্মদ ইউসূফ, মোহাম্মদ জাহেদ ও নোয়াপাড়া মুসলিম উচ্চ বিদ্যালয়ের ১৯৯৪ ব্যাচের প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ প্রমুখ।