ফটিকছড়িতে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত।
প্রত্যাবর্তন দিবসের আলোচনায় চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলিগের সহ সভাপতি এটিএম পেয়ারুল ইসলাম বলেন-ভোট নিয়ে নতুন ফর্মুলা, আগাও নেই, মাথাও নেই আছে ষড়যন্ত্রের গন্ধ!
তিনি আজ ১৭ মে মঙ্গলবার বিকালে ফটিকছড়ি উপজেলা আওয়ামীলীগ আয়োজিত শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিযে এসব কথা বলেন।
তিনি আরও বলেন উন্নয়ন কাকে বলে শেখ হাসিনা বুঝিয়ে দিচ্ছেন। এক সময়ের তলা বিহীন ঝুড়ির বাংলাদেশ বিশ্বে এখন উন্নয়নের রোল মডেল। তিনি বলেন শেখ হাসিনাকে বারে বারে হত্যা করতে চেয়েছিল, আল্লাহর অশেষ রহমত তিনি এখনো বাংলার মানুষের ভাগ্যন্নোয়নে কাজ করে যাচ্ছেন। তবে পর্দার অন্তরালের কুশীলবরা বসে নেই। নির্বাচন প্রসঙ্গ টেনে এটিএম পেয়ারু আরো বলেন কামাল- ইউনুসরা এখন নতুন ফর্মূলা এনেছেন । সেই ফর্মূলার আগাও নেই, মাথাও নেই। আছে ষড়যন্ত্রের গন্ধ। বিরোধী দলের উদ্দেশ্যে সাবেক এ ছাত্রনেতা আরো বলেন বাংলাদেশে বসে শ্রীলংকা- পাকিস্তানের স্বপ্ন দেখে লাভ নেই। যথা সময়ে শেখ হাসিনার অধিনেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সে পর্যন্ত অপেক্ষা করতে হবে।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম রহমানের সভাপতিত্বে এবং সদস্য লোকমান হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা আ”লীগের সহ সভাপতি মো: শাহনেওয়াজ, সম্পাদক মন্ডলীর সদস্য সরোয়ার উদ্দিন, ইউপি চেয়ারম্যন শফিউল আজম, উপজেলা আ” লীগ নেতা সাহাবুদ্দিন,মাসুদ পারভেজ, উপজেলা ছাত্রলীগের সভাপতি জামাল উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন নাজিরহাট পৌর আ’লীগেনর সদস্য শফিউল আজম, মোরশেদ মুন্সী, যুবলীগ নেতা শহিদুল্লাহ, প্রমূখ।
পরে নেতৃবৃন্দ ফটিকছড়ি পৌরসভার কেএম টেক এলাতায় সদ্য প্রয়াত ক্যাপ্টেন মো: আলীর কবর জেয়ারত করেন।