লংগদু সদর ইউপি চেয়ারম্যান কুলিন মিত্র চাকমা আদু আর নেই।
রাঙামাটির লংগদু সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুলিন মিত্র চাকমা (আদু) পরলোক গমন করেছে।
গতকাল মঙ্গলবার (১৭মে), বিকালে ঢাকার স্কয়ার হাসপাতালে নেয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে থ্যালাসামিয়া সহ বিভিন্ন রোগে ভূগছিলেন।
আদু চেয়ারম্যানের পরিবারের স্বজনরা জানায়, মঙ্গলবার হঠাৎ বেশি অসুস্থ্যতা বোধ করলে তাকে এয়ার হেলিকপ্টার করে ঢাকার স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে যাওয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
প্রয়াত আদু চেয়ারম্যান রাঙামাটির লংগদু উপজেলার বিশিষ্ট হেডম্যান ও সাবেক উপজেলা চেয়ারম্যান অনিল বিহারী চাকমার পুত্র। কুলিন মিত্র চাকমা আদু নিজেও ৩নং লংগদু মৌজার হেডম্যান এবং ২য় বারেরমত লংগদু সদর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
ব্যাক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জনক। এই জনপ্রতিনিধির মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সেলিম সরকার, সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু ও পার্বত্য চট্টগ্রাম হেডম্যান এসোসিয়েশন রাঙামাটি জেলার উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ এখলাস মিঞা খান।