শ্রমিক নেতা রহমত উল্লাহ চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা সফল করার লক্ষ্যে বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্বস্ত ঘনিষ্ঠ সহচর জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি, বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও চট্টগ্রাম শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রহমত উল্লাহ চৌধুরীর ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক লীগ অন্তর্ভুক্ত বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের সম্মানিত আহ্বায়ক মুহাম্মদ এয়াকুবের সভাপতিত্বে ও সদস্যসচিব মো. মীরন হোসেন মিলনের সঞ্চালনায় আগামী মঙ্গলবার (২৪ মে, ২০২২) বিকাল ৩টায় চট্টগ্রাম প্রেসক্লাব বঙ্গবন্ধু হল রুমে আয়োজিত স্মরণসভা সফল করার লক্ষ্যে জলসা মার্কেট ২য় তলায় আজ রোববার (২২ মে, ২০২২) বিকেলে চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক লীগ অন্তর্ভুক্ত বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম ওয়াসা শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএ’র সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলামের সভাপতিত্বে ও সদস্যসচিব মো. মীরন হোসেন মিলনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা ও জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ শফর আলী।
উক্ত সভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ মহিলা শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মিসেস রুবা আহসান চৌধুরী, চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি মো. কামাল উদ্দিন চৌধুরী, নগর শ্রমিক লীগ নেতা মো. আকবর হোসেন, এসময় উপস্থিত ছিলেন শ্রমিক নেতা রহমত উল্যাহ্ চৌধুরী ফাউন্ডেশন চেয়ারম্যান হাবিবুল্লাহ চৌধুরী ভাস্কর, বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের যুগ্ম আহ্বায়ক ও বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম, মো. আলমগীর, সৈয়দ মোঃ ওমর ফারুক, ইঞ্জিনিয়ার নাজিম উদ্দিন আজমল, নুরুল আলম লেদু, হারুনুর রশিদ রনি, শেখ মোহাম্মদ মহিউদ্দিন, মো. আলমগীর, মো. লোকমান হাকিম, সিনিয়র সদস্য এস.এম ফারুক, ঘাট ও গুদাম শ্রমিক লীগের সভাপতি ইদ্রিস হাওলাদার, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি মো. বেলাল হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আমিন সহ চট্টগ্রাম মেট্রোপলিটন হকার্স সমিতির রেজিস্ট্রার ভুক্ত নগরীর বিভিন্ন ইউনিটের নেতাকর্মী উপস্থিত ছিলেন প্রমুখ।