আ জ ম নাছির উদ্দিনের একনিষ্ঠ ও আস্থাভাজন বীর চট্টলার যুব ও ছাত্র সমাজের অহংকার সাহেদ হোসেন টিটু চট্টগ্রাম মহানগর যুবলীগের গুরুত্বপূর্ণ পদ পাওয়ার সম্ভাবনা নিয়ে জোর গুঞ্জন।
দীর্ঘদিন পর সম্মেলনের তারিখ ঘোষনা হওয়ায় চট্টগ্রামে যুবলীগের সন্মেলনকে কেন্দ্র করে উৎসবের আমেজ চলছে। চট্টগ্রাম নগরীর বিভিন্ন সড়কের দুপাশ ছেয়ে গেছে ছবি সম্বলিত বিভিন্ন ব্যানার, পোস্টার, ফেস্টুন ও তোরণে। বিশেষ করে ইঞ্জিনিয়ার ইনিস্টিটিউট এর আশপাশে ব্যানার, ফেস্টুনের ছড়াছড়ি। দলের হাই কামান্ডের নজরে আসতে চলছে ব্যাপক প্রচার-প্রচারণাও।
যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ত্রি-বার্ষিক সম্মেলনের তারিখ নির্ধারণ করে সম্মেলনের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের জন্য নির্দেশ দেওয়ার পর এই উৎসব বিরাজ করছে। তবে এবারের কমিটিতে ত্যাগী তৃণমূলের কর্মীরা স্থান পাচ্ছে কিনা তা নিয়েও অনেকে শঙ্কায় রয়েছেন। কারা পাচ্ছেন পদ পদবী তা নিয়ে কৌতুহলের শেষ নেই। আগামী ২৮ মে শনিবার দক্ষিণ জেলা, ২৯ মে রোববার উত্তর জেলা ও ৩০ মে সোমবার চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের সম্মেলনের দিন ধার্য করেছে কেন্দ্রীয় যুবলীগ। প্রায় নয় বছর পর দলের হাইকমান্ডের এমন খবরে যুবলীগ কর্মীদের মাঝে আনন্দের সীমা নেই। অপরদিকে কমিটি থেকে বাদ পড়ার চিন্তারছাপ পড়েছে শিক্ষা সনদ নেই এমন অনেক ত্যাগীদের মাঝে।
দীর্ঘদিন পর সম্মেলনের তারিখ ঘোষনা পদ প্রত্যাশীরা ব্যস্ত সময় পার করছেন লবিং তদবিরে। তবে সাবেক সফল মেয়র, নগর আওয়ামী লীগের সুযোগ্য সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের একনিষ্ঠ ও আস্থাভাজন
বীর চট্টলার যুব ও ছাত্র সমাজের অহংকার সাহেদ হোসেন টিটুকে সকলে চট্টগ্রাম মহানগর যুবলীগের গুরুত্বপূর্ণ পদে দেখতে চাই।
যারা পদ প্রত্যাশী হয়েছে তন্মধ্যে তৃনমূলের সাধারণ কর্মীদের মাঝে সাহেদ হোসেন টিটুকে নিয়ে বেশ আগ্রহ ও প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তৃনমূলের কর্মীদের সাথে আলোচনায় সাহেদ হোসেন টিটুর দীর্ঘ রাজনৈতিক জীবনের সততা নিষ্ঠা ও ত্যাগের দিকগুলো তুলে ধরে তৃনমুল কর্মীরা কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষন করে জানিয়েছে যে এসময়ে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা মোতাবেক যদি তৃনমুল মুল্যয়ন হয় তাহলে সাহেদ হোসেন টিটুর মতো স্বচ্ছ পরিচ্ছন্ন নেতারা মুল্যয়নের সঠিক সময়।
দলের শীর্ষ পর্যায়ের নেতারা জানান, দুর্দিনের কর্মী যারা ত্যাগী এবং পরীক্ষিত, একই সঙ্গে স্বচ্ছ ভাবমূর্তি আছে, এসব বিষয়গুলো যুবলীগের নেতৃত্ব বাছাইয়ের ক্ষেত্রে মানদণ্ড হিসেবে বিবেচনায় থাকবে।
নগর যুবলীগের গুরুত্বপূর্ণ পদ প্রত্যাশী সাহেদ হোসেন টিটু বলেন ” আমার দীর্ঘ দিনের রাজনীতির অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে চট্টগ্রাম মহানগর যুব রাজনীতিকে আরো সুসংগঠিত করতে চাই। আশা করছি অতীতের আমার রাজনৈতিক ত্যাগ, লড়াই সংগ্রামের ভূমিকাকে দলের নীতি নির্ধারকরা অবশ্যই মূল্যায়ন করবেন।”
প্রঙ্গগত, বাংলাদেশ আওয়ামী যুবলীগ একটি ঐতিহ্যবাহী ও সুশৃঙ্খল সংগঠন। এই সংগঠনকে আরো গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ আগামী ৩০মে চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করেছেন।