শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের শুভ উদ্বোধন করেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।
আজ ২৯ মে রবিবার, বেলা ১২টয় হাটহাজারী পার্বতি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সংগীতের তালে তালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিযে সন্মেলনের সূচনা হয়।
এদিকে, ঊনিশ বছর পর সন্মেলন পেয়ে নেতা কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পাশাপাশি আগত কর্মীদের চোখে মূখে এক প্রকার আনন্দের ঝিলিক লক্ষ্য করা গেছে।
সন্মেলনে প্রধান বক্তা ছিলেন যুবলীগের
সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, বিশেষ বক্তা ছিলেন চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক, সাইফুর রহমান সোহাগ, সহ সম্পাদক নাছির উদ্দীন মিন্টু, উপ- প্রচার সম্পাদক আদিত্য নন্দী, উপ দপ্তর সম্পাদক দেলোযার শাহজাদাসহ উত্তর জেলার আওতাধীন সাত উপজেলা সভাপতি সম্পাদক বৃন্দ।
এছাড়াও সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ইন্জিনিযার মোশাররফ হোনেন এমপি, আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক এম এ সালাম, সাধারন সম্পাদক শেখ আতাউর রহমান আতা, দিদারুল আলম এমপি, খদিজাতুল আনোয়ার সনি এমপি এবং যুবলীগের কেন্দ্রীয়, জেলা, উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
উৎসব মূখর পরিবেশে অনুষ্টিত এ সন্মেলনের যৌথ সঞ্চালনা করেন উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাশেদুল আলম ও যুগ্ম সম্পাদক মিজানুর রহমান। সভার শুরুতে দেশাত্ববোধক গান পরিবেশন করেন টিভি ও বেতারের শিল্পীরা। স্মরণকালের বৃহত্তম এ সন্মেলনে শোক প্রস্তাব পাঠ করেন সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান স্বপন। সাংগঠনিক রিপোর্ট পেশ করেন সাধারণ সম্পাদক রাশেদুল আলম। এতে বক্তব্য রাখেন নিযাজ মোর্শেদ এলিট, প্রফেসর ড. ধীমান চন্দ্র বড়ুয়া, শহীদুল হক রাসেল প্রমূখ।