জানুয়ারিতে চালু হচ্ছে দেশের সবচেয়ে বড় বেসরকারি কয়লাবিদ্যুৎ কেন্দ্র।
ডিসেম্বরে পরীক্ষামূলক উৎপাদনের পর জানুয়ারিতে চালু হচ্ছে বেসরকারি খাতে দেশের সবচেয়ে বড় কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এসএস পাওয়ার প্ল্যান্ট। বর্তমান এ লক্ষ্যে কর্মযজ্ঞে মুখর চট্টগ্রামের বাঁশখালীর সাগর উপকূল। চালুর পর জাতীয় গ্রিডে যুক্ত হবে ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ।
দেশি-বিদেশি প্রায় ৭ হাজার শ্রমিক দিনরাত ব্যস্ত এমন কর্মযজ্ঞে। প্রথম চুল্লির কাজ শেষে চলছে দ্বিতীয় চুল্লির কাজ। আগামী ডিসেম্বরে প্রথম ইউনিট থেকে প্রাথমিক উৎপাদন শুরুর লক্ষ্য কর্তৃপক্ষের। এসএস পাওয়ার প্ল্যান্ট প্রকল্প ব্যবস্থাপক ফাইজুর রহমান জানালেন, সব ঠিক থাকলে জানুয়ারির মধ্যে চট্টগ্রামের বাঁশখালীতে উপকূলবর্তী ৬শ একর জায়গায় নির্মিত বেসরকারি খাতে দেশের সবচেয়ে বড় কয়লাভিত্তিক এই বিদ্যুৎ প্রকল্প থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ।
সম্প্রতি প্রকল্পটি পরিদর্শন করেছেন চীনা রাষ্ট্রদূত লি জিমিং।
প্রায় ২৪ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্পের ৭০ শতাংশের মালিকানা এস আলম গ্রুপের। বাকি ৩০ শতাংশের মালিকানা চীনের দুই প্রতিষ্ঠানের।