চট্টগ্রামের পটিয়ার এক কথিত সাংবাদিক সহ ৪ জনের বিরুদ্ধে সাজা বহাল রেখেছে আদালত। সাজাপ্রাপ্ত আসামীরা হচ্ছে আবদুল হাকিম রানা, আবদুল আলিম, মাহবুব আলম, জসীম উদ্দিন। জানা যায়, পটিয়ার এক কথিত সাংবাদিক সহ ৮ জনের বিরুদ্ধে বিগত ৫/০৮/২০১৫ ইং তারিখে পটিয়া থানার মামলা নং- ২১ (৩)২০০৪, জি. আর- ৮০/০৪, বিচার নং- ২৪৮/০৪ রাষ্ট্র বনাম আজিজুল হক গংদের বিরুদ্ধে তদানীন্তন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মুন্সী মশিউর রহমান এক রায় প্রদান করেন।
উক্ত রায়ের বিরুদ্ধে উক্ত আসামী আবদুল হাকিম রানা সহ অপরাপর আসামীগণ ৩টি আপীল মামলা আনয়ন করেন। আসামী আবদুল হাকিম রানা ও তৎ ভ্রাতা আসামী আবদুল আলিম এর আনয়নকৃত ফৌঃ আপীল- ৭৭/২০১৬ এবং আসামী মাহাবুব আলম ও আসামী জসিম উদ্দিনের আনয়নকৃত ফৌঃ আপীল – ১৪৪/২০১৫ বিজ্ঞ ৫ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ জনাব অশোক কুমার দত্তের আদালত বিগত ৩১/০৫/২০২২ ইং তারিখের উক্ত আপীলদ্বয়ের রায় প্রদান করেন। উল্লেখিত আসামী আবদুল হাকিম ও তৎ ভ্রাতা আসামী আবদুল আলীম, উভয়ের পিতা- মৃত আবদুর ছত্তার, সাকিন- গোবিন্দারখীল, ৯নং ওয়ার্ড, পটিয়া পৌরসভা, চট্টগ্রাম এর আপীল মামলায় বিজ্ঞ আদালত পরিবর্তিত রায়ে উভয় আসামীকে দন্ডবিধির ৩২৫ ধারায় ৫ বছরের সশ্রম কারাদন্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন এবং অপর আসামীদ্বয় মাহবুব আলম, পিতা- মৃত আবদুর ছত্তার ও আসামী জসীম উদ্দিন, পিতা- মৃত ফজলুল হক, সাকিন- উত্তর গোবিন্দারখীল, ৯নং ওয়ার্ড পৌরসভা, পটিয়া, চট্টগ্রাম এর আনয়নকৃত ফৌঃ আপীল ১৪৪/১৫ বিজ্ঞ আদালত বাঃ দঃ বিঃ ৩২৩ ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ১ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
মামলার বিবরণে জানা যায় পটিয়া নতুন থানার হাট সম্মুখে ১টি জমি জবর দখলের জন্য ১৯/০৩/২০০৪ ইং তারিখে উক্ত আসামীরা মোহাম্মদ আকতার হোসেন, পিতা- মৃত এজহারুল হক (ইঞ্জিনিয়ার), সাকিন- গোবিন্দারখীল, ৯নং ওয়ার্ড, পটিয়া পৌরসভা, চট্টগ্রাম এর ও তার পরিবারবর্গের উপর হামলা চালায়। এ সময়ে আসামীদের হাতে থাকা ধারালো কিরিচ, হকি ষ্টিক, লাঠি, লোহার রড, দা ও অগ্নি অস্ত্র দিয়ে ৪ জন নারীদের শ্লীলতাহানীসহ ৯ জনকে পিঠিয়ে গুরুতর রক্তাক্ত হাড়ভাঙ্গা জখম করে। এ ঘটনায় ৩ জন শিক্ষিকাসহ ১ জন গৃহবধুকে রক্তাক্ত জখম করে। এই সময় আকতার হোসেনের ঘরে থাকা আসামীরা টাকা ও মালামাল এবং নির্মাণ সামগ্রী লুট করে নিয়ে যায়। তার ঘর ও পাকা দোকানে ভাঙচুর চালাইয়া অপূরণীয় ক্ষতিসাধন করে। এ ঘটনায় আকতার হোসেন বাদী হয়ে ২০/০৩/২০০৪ ইং তারিখে পটিয়া থানায় মামলা দায়ের করেন। উক্ত মামলায় ১০/০৪/২০০৪ ইং তারিখে আসামীদের বিরুদ্ধে অভিযোগপত্র নং- ৬৩ দায়ের করেন। এ মামলায় আদালতে মোট ১০ জন সাক্ষীর সাক্ষ্য প্রদান করেন। উল্লেখিত আপীল মামলার রায়ের তারিখে আসামীগণ পলাতক থাকেন।
আসামী পক্ষে মামলা পরিচালনা করেন যথাক্রমে এড. পুলিন রঞ্জন দাশ, এড. রনাঙ্গ বিকাশ চৌধুরী, এড. উত্তম কুমার দত্ত প্রমূখ।
বাদী আকতার হোসেন এর পক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি এড. অনুপ বড়–য়া, এড. রাম প্রসাদ ভট্টাচার্য্য, এড. প্রবীর কুমার ভট্টাচার্য্য এবং এড. কফিল উদ্দিন চৌধুরী প্রমুখ।
এছাড়াও সি.আর. মামলা নং- ৩৪৭/১৫ (পটিয়া), ধারা- ৩২৩ দঃ বিঃ। সূত্রোক্ত মামলার গত ৯/০৫/২০২২ইং তারিখ যুক্তিতর্ক শুনানী ও রায় প্রচারের জন্য ধার্য্য ছিল। বিজ্ঞ আদালত বাদী ও আসামীপক্ষের বক্তব্য শ্রবণ পূর্বক আদালত রায় প্রচার করেন। প্রচারিত রায়ে আসামী ১) আবদুল হাকিম রানা, ২) মাহবুবুর রহমান, উভয় পিতা- মৃত আব্দুস ছত্তার, উভয়সাং- উত্তর গোবিন্দারখীল (গোলামুর রহমান মসজিদের পাশে), ৯নং ওয়ার্ড, পটিয়া পৌরসভা, থানা- পটিয়া, জেলা চট্টগ্রামদ্বয় প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড এবং এক হাজার টাকা করে অর্থদন্ড অনাদায়ে আরোও দুই মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন