জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন
বলেছেন, যারা দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে, যারা দেশে থাকা অনুপযুক্ত মনে করেছে, যারা মানি লন্ডারিং আইনে অপরাধী সরকার তাদেরকে আইনের ঊর্ধ্বে স্থান দিয়ে তাদের পক্ষে অবস্থান নিয়েছে। এসব সিদ্ধান্ত অর্থপাচারকে আরো বেগবান করবে, সমাজ থেকে ন্যায়-নীতি ও আইনের শাসন বিতাড়িত হয়ে পড়বে। কোন অপরাধীকে সরকার ঘোষণা দিয়ে
অপরাধ থেকে অব্যাহতি দিয়ে সংবিধান বা আইনের প্রয়োজন শেষ হয়ে যাবে। এসবের মধ্য দিয়ে সরকারের দেউলিয়াত্ব প্রকাশ পেয়েছে।
আজ ১১ জুন শনিবার বিকাল তিনটায় চট্টগ্রাম জেএসডি আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে শহীদ উদ্দিন মাহমুদ স্বপন এসব কথা বলেন।
তিনি বলেন এই ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্রব্যবস্থাকে পুনর্গঠন করার প্রয়োজনে জেএসডি সুনির্দিষ্ট রাজনৈতিক কর্মসূচি নিয়ে সরকার এবং শাসন পদ্ধতি পরিবর্তনের লক্ষ্যে ‘জাতীয় সরকার’এর দাবি উত্থাপন করেছে। গণআন্দোলন গণজাগরণ ছাড়া বিদ্যমান সংকট উত্তরণে বিকল্প নাই।জেএসডি চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান এর সভাপতিত্বে চট্টগ্রাম প্রেসক্লাবের আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত
সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ডা.জবিউল হোসেন,সাংগঠনিক সম্পাদক ছরোয়ার আজম আরজু,জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোটের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মন্টু,মুজতবা কামাল,সফিউল আলম খোকন, অধ্যাপক ইসহাক উদ্দিন চৌধুরী,সৈয়দ মোহাম্মদ আলী, কমরেড আলমগীর হোসেন,মোহাম্মদ ইয়াকুব, সৈয়দ তারেকুল আনোয়ার, স ম ইউসুফ,ডা. লুসি খান,সোহরাব জাব্বার চৌধুরী,আবদুল মালেক গাজী,আমান উল্ল্যাহ,সুমিতা দেবী প্রমুখ।
.