সন্তানদের উন্নত চরিত্র গঠনে অভিভাবকদের ভূমিকা শীর্ষক সেমিনার ও ফাতেয়া শরীফ চট্টগ্রাম হতে প্রকাশিত ত্রৈমাসিক জার্নাল সুফি কথা’র আয়োজনে বিপ্লবতীর্থ রাউজান উপজেলার নোয়াপাড়ার কচুখাইন গ্রামে গত ১০ জুন রোজ শুক্রবার বিকাল
৫ টা হতে কদলপুর শাহে আশরাফিয়া দরবার শরীফের শাহাজাদা মাওলানা মোহাম্মদ তৈয়ব শাহ আল আশরাফীর সভাপতিত্বে ও লেখক ও সাংস্কৃতিক কর্মী ডাঃ সুপণ বিশ্বাস শঙ্করেশ’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আয়োজিত উক্ত সেমিনার ও ফাতেহা অনুস্টানে শায়ের মোহাম্মদ বোরহান উদ্দিনের কোরআন তেলওয়াত ও ডাঃ সুপণ বিশ্বাসের মূল প্রবন্ধ পাঠের মধ্যে দিয়ে অনুষ্ঠানের মূল কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লেখক,গবেষক,
সুবক্তা ও কলামিস্ট অধ্যাপক ড.মাসুম চৌধুরী।
প্রধান বক্তা ছিলেন রাউজান সাহিত্য পরিষদের সভাপতি সংগঠক ও লেখক মোহাম্মদ মহিউদ্দিন ইমন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বোয়ালখালি প্রেস ক্লাবের সাবেক অর্থ সম্পাদক ও সুফি কথার বার্তা সম্পাদক সাংবাদিক আল সিরাজ ভাণ্ডারী,
এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউণ্ডেশন চট্টগ্রাম জেলা সভাপতি সৈয়দ মোহাম্মদ মুছা খাঁন,পটিয়াস্হ জাফর ভাণ্ডার দরবার শরীফের শাহজাদা মোহাম্মদ মনজুরুল আলম,
সাউথ এশিয়া রেডিও ক্লাব(সার্ক)বাংলাদেশ চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক, লেখক নুর মোহাম্মদ,মুক্তিযোদ্ধা প্রজন্ম চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি সংগঠক এস.এম সানাউল্লাহ।এতে অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন
সমাজহিতৈষী মোহাম্মদ কবির আহমদ,মাওলানা মোহাম্মদ আমির হোসেন মাইজভাণ্ডারী, সমাজ সেবক আব্দুর শুক্কুর সওদাগর,মোহাম্মদ আবু বক্কর,সংগঠক হিরু হুলাইনি,মোহাম্মদ আরাফাত হোসেন চৌধুরী,মোহাম্মদ নুরুল আলম,ফার্মাসিস্ট খায়েজ আহমদ নাছির,সংগঠক মোহাম্মদ জহির আহমদ, মোহাম্মদ নাজিম উদ্দীন ফার্মাসিস্ট মোহাম্মদ মফিজ উদ্দিন, মোহাম্মদ জসীম উদ্দিন, মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ সালাউদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন-
”জীবনটা ভোগের ও উপভোগের। অতিরিক্ত ভোগ,লাভ লোভের নীতি পরিত্যাগ করে সন্তানদের আদর্শ মানুষরূপে গড়ে তুলতে নীতি নৈতিকতা ও শাশ্বত মানব জীবনকে প্রকৃত অর্থে উপভোগের সুশিক্ষা দিতে হবে। তবেই এ দেশের আগামী প্রজন্ম হবে আলোকিত এবং সোনার বাংলা হবে চির উন্নত।”