বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিটের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক চৌধুরী সৈয়দ (৭৬) গুরুতর অসুস্থ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ১২নং কার্ডিওলজি ওয়ার্ডের ডা. ফজলে রাব্বি মুক্তিযোদ্ধা কেবিনে চিকিৎসাধীন রয়েছে।
গত ২২ জুন বুধবার সকালে বুকে ব্যাথা ও নিউমোনিয়াজনিত কারণে গুরুতর অসুস্থ হয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিটের অধীন বীর মুক্তিযোদ্ধাগণ রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা এই বীর মুক্তিযোদ্ধাকে দেখতে হাসপাতালে ছুটে যান। তারা অসুস্থ বীর মুক্তিযোদ্ধার চিকিৎসার খোঁজখবর নিয়ে ওয়ার্ডে কর্মরত চিকিৎসকদের সাথে কথা বলেন। একইসাথে অসুস্থ বীর মুক্তিযোদ্ধার সুচিকিৎসার ব্যাপারে চমেক হাসপাতাল পরিচালক ও কার্ডিওলজি ওয়ার্ডের বিভাগীয় প্রধানের আন্তরিক সহযোগিতা কামনা করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ ।
বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমদ বলেন, প্রাকৃতিক কারণে বীর মুক্তিযোদ্ধারা এখন বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা ব্যবস্থা আরো উন্নত ও সহজ করার জোর দাবী জানান।