আওলাদে রাসূল গাউসুল আজম হযরত শাহসূফি মাওলানা সৈয়দ আহমদ উল্লাহ শাহ (কঃ) এর মহান ২৭শে জিলক্বদ পবিত্র চন্দ্র বার্ষিকী ওরশ শরীফ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গত ২৭ জুন, সোমবার ২০২২ বাদে মাগরিব হতে রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের চাঁনপাড়ায় মাওলানা মোহাম্মদ আমির হোসোন মাইজভান্ডারী এর বাসভবনে সংগঠক নুর মোহাম্মদ এ সভা সঞ্চালনা করেন।
এতে মিলাদ মাহফিল তাওয়াল্লেদে গাউছিয়া শরীফ ,নাতে মোস্তফা ( সা:), মাইজভাণ্ডারী কলাম, হযরত কেবলা আলমের জীবনী নিয়ে আলোচনা ও ফাতেহা শরীফ পাঠ করা হয়। এতে অতিথী ছিলেন হয়রত মাওলানা আবদুল করিম শাহ মাইজভান্ডারী ( রহ:) এর আওলাদ মাওলানা মোহাম্মদ শফি মাইজভান্ডারী, বেয়ালখালী প্রেসক্লাবের নির্বাহী সদস্য সাংবাদিক, সংগঠক আল সিরাজ ভান্ডারী, শায়ের মোহাম্মদ বুরহান উদ্দিন মাইজভান্ডারী।
অন্যান্যাদের মাঝে আরো উপস্হিত ছিলেন মোহাম্মদ আবু বকর, সমাজসেবক মোহাম্মদ জহির আহমদ, সংগঠক মেহাম্মদ মাহবুবুল আলম, মোহাম্মদ ওসমান, মোহাম্মদ এরশাদ , মোহাম্মদ নাজিম উদ্দিন, মোহাম্মদ বেলাল হোসেন, মোহাম্মদ রায়হান, মোহাম্মদ আবুল কালাম, মোহাম্মদ মোরশেদ, সাইফুল ইসলাম, বদিউল আলম, সাব্বির হোসেন প্রমুখ।
অনুস্টানে বক্তারা আহলে বায়াত ও অলি- বুজুর্গদের প্রতি সদা তাজিম, ভক্তি ও মহব্বত করলে এবাদত, খেদমতের পূর্ণতা লাভ করা যায়। ঈমান, আমল ঠিক রাখার জন্য দরবারের গোলামী হল উত্তম স্হান।