নিজস্ব প্রতিনিধিঃ সেবামূলক সংগঠন আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশ (একেএমবি) প্রবাসে সালতানাত অব ওমান কেন্দ্রীয় পরিষদের প্রতিনিধি সম্মেলন২০২২ মাসকাট হামিরিয়াস্থ সংস্থার অস্থায়ী কার্যালয়ে ২৪/০৬/২০২২ জুমাবার সকাল ১০:৩০ ঘটিকায় শুরু হয়ে বিকাল ০৩:৩০ ঘটিকায় মুনাজাতের মাধ্যমে সফল ভাবে সুসম্পন্ন হয় । হাফেজ মুহাম্মদ আজাদ এর কোরআন তেলাওয়াত ও নাত-এ রাসূল(ﷺ) পাঠের মাধমে শুরু হওয়া প্রতিনিধি সম্মেলনে সভাপতিত্ব করেন সর্বজন শ্রদ্ধেয় জনাব মাওলানা আব্দুল হক শামশু সাহেব। অত:পর ধারাবাহিক ভাবে ওমান কেন্দ্রীয় পরিষদের আওতাধীন শাখা সমূহ হতে আগত ডেলিকেট ও প্রতিনিধি বৃন্দ বক্তব্য পেশ করেন । এতে বক্তব্য রাখেন মুহাম্মদ ছাদেকুন নূর, মুহাম্মদ আশরাফ আলী তালুকদার, মুহাম্মদ রফিকুল ইসলাম দুলাল, মুহাম্মদ সিফাত আলমদার পাশা, হাফেজ মুহাম্মদ মোরশেদ আলম, মুহাম্মদ নজরুল ইসলাম তাহেরী ও মাওলানা আব্দুল হক শামশু সহ আরো অনেকে। বক্তাগন সীতাকুন্ড অগ্নিকান্ডে নিরবিচ্ছিন্ন সেবা, সিলেট বিভাগের বন্যা দুর্গত এলাকায় ত্রান বিতরন কার্যক্রম, চট্টগ্রামে পাহাড় ধসে উদ্ধার তৎপরতায় অংশ গ্রহণসহ করোনা কালে একেএমবি’র সাহসী সেবা সমূহের কথাসহ বিভিন্ন কার্যক্রম উপস্থিতির সম্মুক্ষে তুলে ধরেন। এই সময় উপস্থিত সকলে আগামীতেও একেএমবি`র সকল সেবামূলক কার্যক্রমে সহযোগীতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন । নেতৃবৃন্দ নবীজি(ﷺ)র শানে ভারতের বিজেপি নেতা নূপুর শর্মা ও জিন্দালের অবমাননাকর বক্তব্যের বিরুদ্ধে নিন্দা জানান এবং অবিলম্বে তাদের বিচার পূর্বক ফাঁসির দাবি জানান। পরবর্তীতে একেএমবির`র গৃহীত সকল কর্মসূচীকে সহযোগীতার লক্ষ্যে সাতজন বিশিষ্ট নির্বাচনী কাউন্সিলে সর্ব সম্মতিক্রমে মাওলানা মুহাম্মদ ইব্রাহিম সাহেব`কে- সভাপতি, মুহাম্মদ নজরুল ইসলাম তাহেরী ‘কে-সাধারণ সম্পাদক, মুহাম্মদ সিফাত আলমদার পাশা`কে-সাংগঠনিক সম্পাদক এবং মুহাম্মদ শাহাদাত হোসাইন`কে অর্থ সম্পাদক করে ৫১জন বিশিষ্ট ২০২২-২০২৩ সেসনের জন্য শক্তিশালী কার্যকরী পরিষদ গঠিত হয় । সর্বশেষ মুসলিম উম্মাহ, দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মুহাম্মদ মোরশেদ আলম। সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মুহাম্মদ নজরুল ইসলাম তাহেরী ও সচিব মাওলানা মুহাম্মদ ইবরাহীম সাহেবের সার্বিক তত্তাবধানে অনুষ্ঠান সঞ্চালনা করেন মুহাম্মদ মেরাজুল আলম মামুন। সর্বশেষ, আল্লাহ তার হাবীব(ﷺ) এর উসিলায় এই পরিষদের মাধ্যমে ঐক্যবদ্ধ ভাবে মুসলিম উম্মাহ`র খেদমত আনজাম দেওয়ার তৌফিক দেন সেজন্য সকলের কাছে দোয়া চান ।
ওমানে প্রবাসী একেএমবি কেন্দ্রীয় পরিষদের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত।
