রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের কদলপুর শাহী দরবার শরীফে শাহসূফি হযরত মাওলানা হামিদুল হক শাহ ( রহ:) এর ওরশ শরীফ উপলক্ষে মিলাদ মাহফিল গত ৪ জুলাই মঙ্গলবার বাদে এশা হতে সাজ্জাদানশীন শাহজাদা মোহাম্মদ আমিনুল হক শাহ হাসান ( ম: জি : আ:) এর সভাপতিত্বে ও গাউছিয়া আশরাফিয়া হক কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হক ডালিম এর সঞ্চালনায় অনুস্টিত হয়।
এতে প্রধান বক্তা ছিলেন কাউখালী ডাক বাংলো মসজিদের খতীব মাওলানা আবু মুছা ছিদ্দীকি।
অতিথী ও অন্যান্যাদের মাঝে আরো উপস্হিত ছিলেন শাহজাদা মোহাম্মদ জামাল উদ্দিন শাহ, সংগঠনের সাবেক সভাপতি ডা: মোহাম্মদ জাফর আলী, সমাজসেবল কাজী মোহাম্মদ হোসেন, মাওলানা মোহাম্মদ কবির, মাওলানা মোহাম্মদ ইউনূস, সমাজসেবক জহির আহমদ, কাওয়াল মোহাম্মদ জাফর, শায়ের মোহাম্মদ বোরহান উদ্দিন মাইজভান্ডারী, মোহাম্মদ মুছা, মোহাম্মদ নাছের প্রমুখ।
মাহফিলে বক্তারা বলেন, অলি- আউলিয়া ও তাদের দরবারের প্রতি আদব প্রদর্শন এবং আলেম- উলামাদের সাথে উত্তম ব্যবহারে মানুষের ঈমান – আমল মজবুত হয়।
দরবারে শুধু দুনিয়ার লাভের জন্য আসলে হবে না। দরবারে আসার প্রধান লক্ষ্য হওয়া উচিত আল্লাহ- রাসূল( সা:) এর সন্তুস্টি অর্জন ও নিজেকে পরিশুদ্ব করা।
উক্ত ওরশ শরীফে কর্মসূচির মাঝে আরো ছিল খতমে গাউছিয়া, কাউয়ালি, আখেরী মোনাজাত ও তবরুক বিতরণ।