১৫|০৭|২০২২ ইং রোজ শুক্রবার বিকাল ৩ ঘটিকায় হাজী আজগর আলী উচ্চ বিদ্যালয় হলরুমে শাকপুরা ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যাগে সভাপতি আলহাজ্ব মনজুর হোসেনের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক মোঃ আবু মনসুরের পরিচালনায় এক শোক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন শাকপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব জাকের হোসেন, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আব্দুর রউফ, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব এডভোকেট নুর হোসেন,মাসিক আন্দরকিল্লা পত্রিকার সম্পাদক মোঃ নুরুল আবসার,সজল চৌধুরী, নুর মোহাম্মদ, মোঃ আবু শামা, আলহাজ্ব নুরুল হাসেম, অনুপম বড়ুয়া সেতু, তরুণ আওয়ামী লীগ নেতা মনসুর আলম বাবলা, পংকজ শীল,শাকপুরা ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নেসারুল হক, সাবেক ছাত্রনেতা মীর মুজিবুল হায়দার, মোঃ ইউসুফ, শাকপুরা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ নাসির উদ্দীন, সহ -সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মাহবুল আলম, বোয়ালখালী উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ আতিকুর রহমান, চরখিজিরপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি এম এ মনসুর, দক্ষিণ জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক আবু বক্কর জীবন,চরখিজিরপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আকতার হোসেন, ছাত্র নেতা মোঃ অভি প্রমুখ।
শোক সভা আয়োজনকারী শাকপুরা ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ ও উপস্থিত নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন মরহুম আলহাজ্ব নুরুল ইসলাম মাস্টারের জৈষ্ট্য পুত্র মোঃ রাশেদুল ইসলাম।
সভায় বক্তারা মরহুম আলহাজ্ব নুরুল ইসলাম মাস্টারের শিক্ষকতা জীবন ও সামাজিক এবং রাজনৈতিক জীবনে বঙ্গবন্ধুর আদর্শের প্রতি অবিচল থেকে আওয়ামী লীগকে শক্তিশালী সংগঠন করার পেছনে যে ভূমিকা রেখেছেন বক্তারা তাদের বক্তব্যে কৃতজ্ঞ চিত্তে তার অবদান স্মরণ করেন এবং মোনাজাতের মাধ্যমে তার রুহের মাগফেরাত কামনা করা হয়।